ভাইরাল ভিডিওকাণ্ডে মণিপুরে সিবিআইয়ের হাতে গ্রেফতার ১০

মণিপুরের দুই কুকি মহিলাকে নগ্ন করে ঘোরানো ও অত্যাচারের ঘটনার ভাইরাল ভিডিও নিয়ে তদন্তে নেমে সিবিআই আলাদা পৃথক ছটি এফআইআর দায়ের করেছে।

Must read

প্রতিবেদন: মণিপুরের দুই কুকি মহিলাকে নগ্ন করে ঘোরানো ও অত্যাচারের ঘটনার ভাইরাল ভিডিও নিয়ে তদন্তে নেমে সিবিআই আলাদা পৃথক ছটি এফআইআর দায়ের করেছে। ওই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মোট ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত বাকিদের গ্রেফতারে বিশেষ তল্লাশি অভিযান চলছে বলে শুক্রবার সিবিআইয়ের এক আধিকারিক জানিয়েছেন।

আরও পড়ুন-তিন তারার কথা

মণিপুরে ইন্টারনেট পরিষেবা দুমাসের বেশি সময় পর আংশিক চালু হওয়ায় বর্বরতার ভয়ঙ্কর ঘটনা প্রকাশ্যে আসে। ১৯ জুলাই সোশ্যাল মিডিয়ায় জাতিদাঙ্গায় জর্জরিত মণিপুরে দুই কুকি মহিলাকে বিবস্ত্র করে ঘোরানোর ভিডিও ভাইরাল হয়। জাতিহিংসা শুরুর একদিন পর ৪ মে থউবাল জেলায় ওই ন্যক্কারজনক ঘটনাটি ঘটেছিল। ভাইরাল ভিডিও ঘিরে দেশজুড়ে নিন্দার ঝড় ওঠে। এই ঘটনায় সংসদে বিরোধীরা চেপে ধরে মোদি সরকারকে। চাপে পড়ে প্রায় আড়াই মাস পর নীরবতা ভেঙে ঘটনার সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় নিন্দা করেন প্রধানমন্ত্রী মোদি।

আরও পড়ুন-মঞ্চে সৌমিত্রর জন্মান্তর

পাশাপাশি বিষয়টি ধামাচাপা দিতে নগ্ন করে দুই যুবতীকে ঘোরানোর ভিডিও মুছে ফেলার জন্য ট্যুইটার-সহ বিভিন্ন সমাজমাধ্যমকে হুঁশিয়ারি দেয় কেন্দ্রের তথ্য ও প্রযুক্তি মন্ত্রক। মধ্যযুগীয় বর্বরতায় তীব্র প্রতিক্রিয়া জানান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। কেন্দ্রকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, সরকার না পারলে আদালতই উপযুক্ত ব্যবস্থা নেবে। সুপ্রিম কোর্টের সমালোচনার ধাক্কায় শেষ পর্যন্ত মোদি সরকার নড়েচড়ে বসতে বাধ্য হয়। কার্যত বাধ্য হয়ে মণিপুরের ঘটনার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে সিবিআইকে। তদন্ত নেমে ছটি এফআইআর করার পাশাপাশি ১০ জনকে গ্রেফতার করল এই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

Latest article