প্রতিবেদন: অগ্নিগর্ভ মণিপুর (Manipur) নিয়ে শীর্ষ আদালতে (Supreme court)বিশেষ আর্জি জানাল কেন্দ্রীয় সরকার (central government)। উত্তর-পূর্বের এই রাজ্যে অশান্তি ঠেকাতে ব্যর্থ বিজেপির (BJP) ডবল ইঞ্জিন। ইতিমধ্যে সেখানকার ঘটনা নিয়ে সুপ্রিম কোর্টও স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে।
আরও পড়ুন-বিয়ে করতে না চাওয়ায় দিল্লির পার্কে খুন হলেন কলেজছাত্রী
শুক্রবার সেই মামলায় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা একটি হলফনামা দাখিল করেন। সেখানে তিনি আর্জি জানিয়েছেন, মণিপুরের হিংসা সংক্রান্ত সমস্ত মামলার বিচার যেন রাজ্যের বাইরে কোনও আদালতে করার নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত। একইসঙ্গে মণিপুর সংক্রান্ত সব মামলার বিচার ছয় মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিক শীর্ষ আদালত।