উড়ে গেল বিমান, রাজ্যপালকে না নিয়ে

বৈধ টিকিট নিয়ে বৃহস্পতিবার দুপুরে বেঙ্গালুরুর কেম্পেগৌড়া বিমানবন্দরে পৌঁছে গিয়েছিলেন কর্নাটকের রাজ্যপালের থাওয়ারচাঁদ গেহলট।

Must read

বৈধ টিকিট নিয়ে বৃহস্পতিবার দুপুরে বেঙ্গালুরুর কেম্পেগৌড়া বিমানবন্দরে পৌঁছে গিয়েছিলেন কর্নাটকের রাজ্যপালের থাওয়ারচাঁদ গেহলট। কিন্তু তার পরেও রাজ্যের প্রথম নাগরিককে ফেলেই উড়ে গেল এয়ার এশিয়ার বিমান। জানা গিয়েছে, রাজ্যপাল গেহলট বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে পৌঁছে গিয়েছিলেন। তাঁর জিনিসপত্রও তোলা হয়েছিল বিমানে। কিন্তু শেষ মুহূর্তে গেহলট জানতে পারেন, তাঁকে ছাড়াই উড়ে গিয়েছে বিমান। দেড় ঘণ্টা বিমানবন্দরে অপেক্ষা করার পর পরের বিমানে রওনা দেন তিনি।

আরও পড়ুন-মণিপুর: সুপ্রিম কোর্টে আর্জি জানাল কেন্দ্র

বেঙ্গালুরু থেকে হায়দরাবাদে যাওয়ার কথা ছিল রাজ্যপালের। জানা গিয়েছে, নির্ধারিত সময়ের বেশ খানিকটা পরে বিমানবন্দরে পৌঁছেছিলেন গেহলট। তাই নিয়ম অনুযায়ী তাঁকে বিমানে ওঠার অনুমতি দেয়নি সংস্থার কর্মীরা। দেরি হওয়া সত্ত্বেও বিমানে উঠতে চেয়ে সংশ্লিষ্ট বিমান সংস্থার কর্মীদের সঙ্গে রাজ্যপাল বিবাদেও জড়িয়ে পড়েন। তবে এ প্রসঙ্গে উড়ান সংস্থার কোনও প্রতিক্রিয়া মেলেনি। রাজ্যপালের আধিকারিকরাও মুখে কুলুপ এঁটেছেন। দেড় ঘণ্টা অপেক্ষার পর রাজ্যপাল অন্য একটি বিমানে হায়দরাবাদ উড়ে যান। এজন্য সেখানে নির্দিষ্ট অনুষ্ঠানটি দেড় ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়।

Latest article