আদিত্য বিড়লা (Aditya Birla) গোষ্ঠী এবার পশ্চিমবঙ্গে আলট্রাটেক সিমেন্টের (Ultratech cement) কারখানার উৎপাদন ক্ষমতা বেশ কিছুটা বাড়াতে চলেছে । এই মুহূর্তে বাংলায় সেই সংস্থার কারখানায় বছরে ২ মিলিয়ন টন সিমেন্ট উৎপাদন হয়। সেটাই পরিবর্তন হয়ে আদিত্য বিড়লা গোষ্ঠী এবার থেকে বছরে আরও ১.৩ মিলিয়ন টন সিমেন্ট উৎপাদনের লক্ষ্যমাত্রা স্থির করেছে। বাংলার কারখানায় বছরে ৩.৩ মিলিয়ন টন সিমেন্ট উৎপাদন হবে।
আরও পড়ুন-কুমোরটুলি থেকে এবার বিদেশে পাড়ি দিচ্ছে দুর্গা
এখন আলট্রাটেকের ‘সোনার বাংলা’ প্ল্যান্ট মুর্শিদাবাদের রঘুনাঘগঞ্জে রয়েছে। ওখানেই উৎপাদন বৃদ্ধির চিন্তা করছে আদিত্য বিড়লা গোষ্ঠী। এর জন্য ইউনিটের সম্প্রসারণ করা হবে। বাংলার কারখানার উৎপাদন বৃদ্ধির মধ্য দিয়েইপূর্ব ভারতে তাদের সম্প্রসারণের প্রথম ভাগ শেষ হয়েছে বলে সংস্থাটি জানিয়েছে।
আরও পড়ুন-পুরীর জগন্নাথ মন্দিরের প্রণামী বাক্স ভেঙে লুট, তদন্তে পুলিশ
উল্লেখ্য, কিছুদিন আগেই শ্রী সিমেন্ট লিমিটেডের তরফে জানানো হয়, আগামী ২০৩০ সালের মধ্যে ৮ কোটি টন সিমেন্ট উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বাংলায় একটি নতুন গ্রাইন্ডিং ইউনিট তৈরি করতে চলেছে তারা। হরি মোহন বাঙ্গুর রাজ্যের সাঁকরাইল-কোলাঘাট এলাকার কাছে একটি কারখানা তৈরি করার পরিকল্পনা করছেন বলে জানা গিয়েছে।