কুমোরটুলি থেকে এবার বিদেশে পাড়ি দিচ্ছে দুর্গা

প্রসঙ্গত, গত কয়েক বছরে কলকাতায় গনেশ পুজো অনেকটাই বেড়েছে। তাই কুমোরটুলিতে এই মুহূর্তে গনেশ তৈরির ব্যস্ততাও তুঙ্গে।

Must read

শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউন। আর মাত্র মাস দুয়েক পার করতে পারলেই বাঙলির সবথেকে বড় উৎসবের মরসুম শুরু হবে। তাই ব্যস্ততা বাড়ছে কুমোরটুলিতে (Kumartuli)। গনেশ, বিশ্বকর্মার পর এবার দুর্গা গড়ার কাজ চলছে পটুয়া পাড়ায়। জানা গিয়েছে, বিদেশে ইতিমধ্যেই দুর্গা প্রতিমা পাঠানো শুরু হয়ে গিয়েছে। ফাইবারের প্রতিমা নির্মাতাদের বেশ কয়েকজনের তৈরি তিনটি প্রতিমা আমেরিকা, অস্ট্রেলিয়া রওনা দিয়েছে। একটি প্রায় তৈরি আমেরিকা যাওয়ার জন্য।

আরও পড়ুন-পুরীর জগন্নাথ মন্দিরের প্রণামী বাক্স ভেঙে লুট, তদন্তে পুলিশ

প্রসঙ্গত, গত কয়েক বছরে কলকাতায় গনেশ পুজো অনেকটাই বেড়েছে। তাই কুমোরটুলিতে এই মুহূর্তে গনেশ তৈরির ব্যস্ততাও তুঙ্গে।
বৃষ্টির জন্য কাজে হালাকা দিয়েছেন শিল্পীরা। বড় মূর্তিতে রঙের কাজ এখনই শুরু করতে চাইছেন না তারা। দুর্গার মাটি দেওয়ার কাজ চলছে। বড় বড়প্রতিমায় মাটি দেওয়া কাজ শেষ প্রায়। কিছুদিনের মধ্যেই রঙের কাজ শুরু করা যাবে বলেই জানিয়েছেন তারা।

Latest article