প্রতিবেদন : বাঘেদের জন্মদিন। তাহলে খুব একটা ভুল বলা হবে না। কারণ শনিবার বিশ্ব বাঘ দিবস (International Tiger Day)। আর তা নিয়েই আলিপুর চিড়িয়াখানায় সারাদিন ধরে চলল অনেক আলোচনা, অনেক অনুষ্ঠান আর স্কুল-পড়ুয়াদের নিয়ে এক অন্য ধরনের সচেতনতা শিবির। দীর্ঘদিন ধরে বাঘের উপর বিভিন্ন রকম ভাবে গবেষণা করে আসেন নির্মাল্য চক্রবর্তী। তাঁর বক্তব্য, দেশের ও রাজ্যের সরকার বাঘ সংরক্ষণের জন্য প্রতিনিয়তই বিভিন্ন রকমের ব্যবস্থা করে চলেছে। কিন্তু শুধু সরকার করলেই হবে না আমাদেরকেও আরও অনেক বেশি সচেতন হতে হবে। বাঘের সংখ্যা আগের থেকে এখন অনেক বেড়েছে গোটা দেশে। এই মুহূর্তে গোটা দেশে বাঘের সংখ্যা ৩৬১৭টি যা জঙ্গলে ক্যামেরার মাধ্যমে ধরা পড়েছে। কিন্তু এর বাইরেও আরও অনেক বাঘ আছে যা ক্যামেরার মধ্যে ধরা পড়েনি। বাঘ (International Tiger Day) কিন্তু সম্পূর্ণ এক অন্য জাতের প্রাণী। বাঘ না থাকলে জঙ্গল বাঁচবে না। শুধু তা-ই নয় জঙ্গলে অন্য প্রাণীরাও বাঁচবে না। এখন আমরা সুন্দরবন ম্যানগ্রোভ অভয়ারণ্য বলতে যেটাকে বুঝি সেটা কিন্তু বলতে গেলে একেবারেই ধ্বংসাবশেষ অবস্থায় রয়েছে।
আরও পড়ুন- পশ্চিমবঙ্গে উৎপাদন ক্ষমতা আরও বাড়াতে চলেছে আদিত্য বিড়লা গোষ্ঠী