১৯১১-র ঐতিহাসিক ২৯ জুলাই পালন করল উত্তরপাড়া

Must read

সুমন করাতি, হুগলি : আজ ঐতিহাসিক মোহনবাগান দিবস। ১৯১১ সালে খালি পায়ে খেলে ব্রিটিশ দল ইস্ট ইয়র্কশায়ারকে হারিয়েছিল মোহনবাগান। ঐতিহাসিক দিনটির সঙ্গে জড়িয়ে হুগলি জেলার উত্তরপাড়া। নতুন প্রজন্ম সেই দিনের গল্প শুনেছে, বাংলা ছবি ‘এগারো’তে দেখেওছে কীভাবে ব্রিটিশদের পরাজিত করেছিল ভারতবাসী তথা বাঙালি। ১৯১১ সালের সেই জয়ী মোহনবাগান (Mohun Bagan) দলের সদস্য ছিলেন উত্তরপাড়ার মনমোহন মুখোপাধ্যায় (Manmohan Mukherjee)। তাঁর পাস থেকেই এসেছিল কাঙ্ক্ষিত গোলটি। তাই সেই দিন থেকেই ইতিহাসের পাতায় লেখা হয়ে গিয়েছিল উত্তরপাড়ার নাম। মনমোহন (Manmohan Mukherjee) শুধু যে খেলার মাঠেই নয়, স্বাধীনতা আন্দোলনেও শরিক ছিলেন। একবার মাস্টারদা সূর্য সেনকে নিজে নৌকো করে গঙ্গা পার করিয়েছিলেন। তাই আজকের দিনটি বিশেষ ভাবেই পালিত হয় উত্তরপাড়ায়। মনমোহনের বংশধররা এখনও উত্তরপাড়ার বাড়িতে থাকেন। এদিন শহর জুড়ে লাগানো হয়েছে মোহনবাগান দলের পতাকা। মনমোহনের মূর্তি সাজানো হয়েছে ফুল দিয়ে। নাতি নিখিলকুমার মুখোপাধ্যায় স্মৃতিচারণ করে বলেন, এটা তাঁদের কাছে গর্বের দিন। শুধু দাদু নয় তাঁর বাবাও ছিলেন মোহনবাগান দলের খেলোয়াড়। মোহনবাগান সমর্থক সুখদেব মুখোপাধ্যায় সকাল থেকেই ব্যস্ত মোহনবাগান দলের পতাকা লাগাতে। এছাড়াও ১৯১১-র জয়ী দলের সদস্যদের ছবিতে মালাও দিয়েছেন নিজে হাতে। বললেন, উত্তরপাড়াবাসী হিসাবে তিনি গর্বিত এই দিনটির জন্য।

আরও পড়ুন- মোহনবাগান দিবসে প্রাপ্তি সুব্রতর আত্মজীবনী

Latest article