ফের বড়সড় অঙ্কের জরিমানার মুখে পড়ল ইন্ডিগো (IndiGo fine) বিমান সংস্থা। শেষ ছয় মাসে ইন্ডিগোর একটি বিমানের লেজ রানওয়েতে অবতরণের সময় চারবার মাটিতে ঠেকেছে। এই ঘটনাকে টেকনিক্যালি বলা হয় টেল স্ট্রাইক। যা বিমান চলাচলের নিয়মবিরুদ্ধ। সে কারণেই এবার ইন্ডিগো সংস্থাকে ৩০ লাখ টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দিল ডিরেক্টর জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (DGCA)। জানা গিয়েছে, ইন্ডিগোর এ ৩২১ বিমানটির লেজ অবতরণের সময় ৬ মাসের মধ্যে চারবার রানওয়েতে ঠেকে গিয়েছে। এই ঘটনায় জুন মাসে ইন্ডিগোর বিরুদ্ধে বিশেষ তদন্ত শুরু করে ডিজিসিএ। সেই তদন্তের পরই জরিমানার (IndiGo fine) সিদ্ধান্ত। উল্লেখ্য, এর আগেও নিয়ম না মানার অভিযোগে ইন্ডিগোকে জরিমানা করা হয়েছিল। নিয়ম বিরুদ্ধে কাজ করায় সম্প্রতি এয়ার ইন্ডিয়াকেও ৩০ লাখ টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দেয় ডিজিসিএ।