সুনীলদের নিয়ে জট খোলার চেষ্টায় ফেডারেশন

হাংঝাউ এশিয়াড

Must read

নয়াদিল্লি, ২৯ জুলাই : দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে এশিয়ান গেমসের ছাড়পত্র পেয়েছে ভারতীয় ফুটবল দল। কিন্তু অধিনায়ক সুনীল ছেত্রী ও দুই অভিজ্ঞ ফুটবলার গুরপ্রীত সিং সান্ধু এবং সন্দেশ ঝিঙ্গানের (Sunil-Sandesh-Gurpreet ) এশিয়াডে খেলা নিয়ে হঠাৎ করেই সংশয় দেখা গিয়েছে! কারণ গত ১৫ জুলাই (এশিয়াডে ফুটবল দল পাঠানোর চূড়ান্ত সময়সীমা) যে ২২ জনের সম্ভাব্য দলের তালিকা পাঠানো হয়েছিল, তাতে এই ত্রয়ীর নাম ছিল না!
এশিয়াডের নিয়ম অনুযায়ী, পুরুষদের ফুটবলে অনূর্ধ্ব-২৩ খেলোয়াড়দের সঙ্গে তিনজন সিনিয়র ফুটবলার (Sunil-Sandesh-Gurpreet ) খেলতে পারেন। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের পরিকল্পনা ছিল, সুনীলের নেতৃত্বে এশিয়ান গেমস খেলতে যাবে ভারত। সঙ্গে যাবেন দুই সিনিয়র গোলকিপার গুরপ্রীত ও ডিফেন্ডার ঝিঙ্গান। কিন্তু এশিয়াডের দলে এই তিনজনের নাম ছিল না। যদিও শনিবার জানা গিয়েছে, এই তিন সিনিয়র ফুটবলারের নাম দলে যুক্ত করা হয়েছে। একই সঙ্গে এআইএফএফ ও ভারতীয় অলিম্পিক সংস্থার পক্ষ থেকে এশিয়ান গেমসের আয়োজকদের অনুরোধ জানানো হয়েছে, সুনীলদের যেন এশিয়াডে খেলার অনুমতি দেওয়া হয়।
এদিন ফেডারেশনের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, ভুলবশত সুনীলদের নাম তালিকায় ছিল না। সেটা জানার সঙ্গে সঙ্গেই তিন সিনিয়র ফুটবলারের নাম তালিকায় যুক্ত করা হয়েছে। একই সঙ্গে এশিয়াডের আয়োজকদের চিঠি দিয়ে অনুরোধ করা হয়েছে, এই তিনজনকে খেলার ছাড়পত্র দেওয়ার জন্য।
তবে এত কিছুর পরেও সুনীলদের খেলা নিশ্চিত নয়। পুরোটাই নির্ভর করছে গেমসের আয়োজকদের অনুমোদনের উপর। শেষ পর্যন্ত যদি অনুমোদন না পাওয়া যায়, তাহলে শুধু অনূর্ধ্ব-২৩ ফুটবলারদের নিয়েই এশিয়ান গেমসে খেলতে হবে ভারতীয় দলকে।

আরও পড়ুন- মোহনবাগান দিবসে প্রাপ্তি সুব্রতর আত্মজীবনী

Latest article