ভয়াবহ বিস্ফোরণ তামিলনাড়ুর (Tamil Nadu cracker factory) এক বাজি কারখানায়। এই বিস্ফোরণের ঘটনায় প্রাণ গিয়েছে কমপক্ষে ৮ জনের। আহতের সংখ্যা ২০-র বেশি। পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে ১২ জনের অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। তাঁরা সকলেই নিকটবর্তী হাসপাতালে ভর্তি। শনিবার ভোরে তামিলনাড়ুর কৃষ্ণাগিরি এলাকার একটি বাজি কারখানায় (Tamil Nadu cracker factory) এই বিস্ফোরণ হয়। বিস্ফোরণের তীব্রতায়। আশপাশের একাধিক বাড়ি ও একটি হোটেলে ক্ষতিগ্রস্ত হয়। হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ওই বাজি কারখানা। ধ্বংসস্তূপের নিচে অনেকেই চাপা পড়েন। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও দমকল বাহিনী কারখানার ভিতরে আটকে থাকা শ্রমিকদের উদ্ধার করে। ওই কারখানার পাশে ভেঙে পড়া হোটেলে আটকে পড়া মানুষকেও উদ্ধার করে দমকলবাহিনী। কৃষ্ণাগিরির জেলাশাসক জানিয়েছেন, বাজি কারখানায় বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, পাশের একটি হোটেল পুরোপুরি ভেঙে পড়েছে। কী কারণে এই বিস্ফোরণ তা এখনও স্পষ্ট নয়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এদিন সকালে হঠাৎই প্রবল বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। তারপর তাঁরা দেখেন, বাজি কারখানাটি কার্যত অগ্নিগোলায় পরিণত হয়েছে।
আরও পড়ুন-প্রবল বৃষ্টিতে তেলেঙ্গানায় মৃত ১১