প্রবল বৃষ্টিতে তেলেঙ্গানায় মৃত ১১

Must read

প্রতিবেদন: উত্তর ভারতের উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশের পর এবার বন্যায় বিপর্যস্ত তেলেঙ্গানা (Heavy Rainfall- Telangana)। গত দুদিন ধরে এই রাজ্যে একটানা প্রবল বৃষ্টি চলছে। প্রবল বৃষ্টির সঙ্গে রয়েছে হড়পা বান। বৃষ্টি, বন্যা ও হড়পা বানে এই রাজ্যে শুক্রবার ১১ জনের মৃত্যু হয়েছে। রাজ্যের মুলুগা জেলায় ৮ জনের মৃত্যু হয়েছে। বাকি তিনজনের মৃত্যু হয়েছে পৃথক তিন জেলায়। বিভিন্ন নদীবাঁধ থেকে জল ছাড়ার কারণে তেলেঙ্গানার (Heavy Rainfall- Telangana) একাধিক গ্রাম জলমগ্ন। বেশ কিছু জায়গায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বঙ্গোপসাগরে উদ্ভূত নিম্নচাপের জন্য তেলেঙ্গানার পাশাপাশি অন্ধ্রেও চলছে প্রবল বৃষ্টি। গোদাবরী-সহ একাধিক নদীর জল বিপদ সীমার উপর দিয়ে বইছে। বৃষ্টিপাত চলছে উত্তরাখণ্ডেও। ভারী বৃষ্টির কারণে জলের তোড়ে ভেসে গিয়েছে বদ্রীনাথগামী জাতীয় সড়কের একাংশ। হিমাচলেও চলছে প্রবল বর্ষণ। হিমাচলের কুলু ও কিন্নর এলাকায় নতুন করে ধস নেমেছে। প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত মরু রাজ্য রাজস্থান। শুক্রবার রাত থেকে একটানা প্রবল বৃষ্টির কারণে গোলাপি শহর জয়পুরও প্লাবিত। রাস্তাঘাট সম্পূর্ণ জলমগ্ন। এদিন সকাল থেকেই রাজধানী দিল্লি, নয়ডা ও গুরুগ্রামেও প্রবল বৃষ্টিপাত হয়েছে।
মৌসম ভবনের পূর্বাভাস: আগামী ২৪ ঘণ্টা দিল্লি হরিয়ানা ও পাঞ্জাবের কিছু অংশে ভারী বৃষ্টিপাত হবে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে গুজরাতে। তবে আগামী পাঁচ দিন মহারাষ্ট্র, কোঙ্কণ, গোয়ায় ভারী বৃষ্টিপাত হবে। তেলেঙ্গানা এবং উপকূলীয় কর্নাটক এলাকাতেও বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হবে। কর্নাটকের উপকূলীয় এলাকায় জারি করা হয়েছে সতর্কতা। ৩১ জুলাইয়ের মধ্যে উত্তর ওড়িশার বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিকিমও।

আরও পড়ুন- রাশিয়াতেই দেখা মিলল ওয়াগনার প্রধান প্রিগোজিনের

Latest article