৬ যাত্রীর মৃত্যু দুই বাসের সংঘর্ষে

Must read

অমরনাথ যাত্রা শেষ করে বাড়ি ফিরছিলেন তাঁরা। কিন্তু শেষ পর্যন্ত আর বাড়ি ফেরা হল না ৬ জনের। শনিবার মাঝরাতে মহারাষ্ট্রের (Bus Accident in Maharashtra) বুলধনা জেলায় জাতীয় সড়কে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ছয় জন। এই সংঘর্ষে জখম হয়েছেন কমপক্ষে ২৮ জন। যার মধ্যে কয়েকজনের অবস্থা সঙ্কটজনক। মৃতদের মধ্যে আছেন একটি বাসের চালক। পুলিশ জানিয়েছে, শনিবার রাত আড়াইটা নাগাদ মহারাষ্ট্রের (Bus Accident in Maharashtra) বুলধনা জেলার মালকাপুর এলাকায় ৫৩ নম্বর জাতীয় সড়কের নান্দুর নাকা উড়াল পুলের উপর দুটি বাসের সংঘর্ষ হয়। দুটি বাসই ছিল পৃথক দুটি ভ্রমণ সংস্থার। একটি বাস অমরনাথ যাত্রা শেষ করে মহারাষ্ট্রের হিঙ্গোলি জেলায় ফিরছিল। বিপরীত দিক থেকে আসা বাসটি যাচ্ছিল নাসিকে। মাঝরাতে দুটি বাসেরই গতি ছিল যথেষ্ট বেশি। কোনও কারণে চালক নিয়ন্ত্রণ হারালে দুটি পাশের মুখোমুখি ধাক্কা লাগে। অমরনাথ থেকে ফেরা বাসটির চালক এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। পুলিশের অনুমান, সম্ভবত কোনও একটি বাসের চালক ঘুমিয়ে পড়েছিলেন। সে কারণেই এই দুর্ঘটনা।

আরও পড়ুন- প্রবল বৃষ্টিতে তেলেঙ্গানায় মৃত ১১

 

Latest article