সংবাদদাতা, হুগলি : পর্বত শিখর জয় করে বাড়ি ফিরলেন চুঁচুড়ার দেবাশিস মজুমদার। হুগলির আরেক পর্বতারোহী পিয়ালি বসাকের মতোই পাহাড় তাঁকে ছোট থেকেই টানে। তাই বারবার ছুটে যান পাহাড়ে। পিয়ালি যেমন অসুস্থ বাবাকে রেখে মাকালু অভিযানে গিয়েছিলেন তেমনই বিছানায় শয্যাশায়ী অসুস্থ মাকে রেখে অভিযানে গিয়েছিলেন দেবাশিসও। ৪৪ বছর পর কাশ্মীরের বিপদজনক ব্রহ্মা শৃঙ্গ ১-এ পা রাখল কোনও ভারতীয় অভিযাত্রী দল।
আরও পড়ুন-নবরূপ পাবে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম
সোনারপুরের আরোহী অভিযাত্রী দলের ১২ সদস্যের মধ্যে ছিলেন চুঁচুড়ার দেবাশিসও। প্রবল প্রতিকুলতা উপেক্ষা করে ৬৪১৬ মিটার উচ্চতায় পৌঁছে যান পর্বতারোহীরা। ব্রহ্মা জিতে বাড়ি ফেরেন দেবাশিস। ঘরে ফিরেই অসুস্থ মাকে প্রণাম করে আশীর্বাদ নেন তিনি। দেবাশিসের আক্ষেপ, তাঁদের এই জয়ে কাশ্মীরে উচ্ছ্বাস দেখেছেন, কিস্তওয়ার জেলাশাসক নিজে হাজির থেকে সম্মান জানিয়েছেন, কিন্তু নিজের এলাকায় ব্রাত্যই থেকে গেলেন যেন। এর আগে হিমাচলের ইন্দ্রাসন ও দেওটিব্বা শৃঙ্গ দুটি করেন দেবাশিস।