নয়াদিল্লি, ২৯ জুলাই : ২০২৪ টি-২০ বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকা। আগামী সপ্তাহেই টুর্নামেন্টে তারিখ চূড়ান্ত করে ফেলবে আইসিসি। তার আগেই খবর, আগামী বছরের ৪ জুন থেকে শুরু হতে পারে বিশ্বকাপ। ফাইনাল সম্ভবত ৩০ জুন।
আরও পড়ুন-এবারেও জেঠিমা ছিলেন শহিদ-তর্পণে
আরও খবর, টি-২০ বিশ্বকাপের জন্য আগামী বছরের আইপিএলের সূচিতেও পরিবর্তন হতে চলেছে। সাধারণত মার্চের শেষে অথবা এপ্রিলের শুরুতে হয়ে থাকে আইপিএল। কিন্তু এবার টুর্নামেন্ট এগিয়ে আসতে পারে। প্রসঙ্গত, এই বছরের আইপিএল শুরু হয়েছিল ৩১ মার্চ। ফাইনাল হয়েছিল ২৯ মে। ১০ দলের টি-২০ লিগ যদি আগামী বছরেও একই সময়ে শুরু হয়, তাহলে বিশ্বকাপের আগে মাত্র পাঁচ দিন হাতে পাবে অংশগ্রহণকারী দলগুলো। সেক্ষেত্রে কোনও ঝুঁকি না নিয়ে নিজেদের সেরা ক্রিকেটারদের আইপিএলে খেলার অনুমতি নাও দিতে পারে দেশগুলো। যেটা আইপিএল ফ্র্যাঞ্চাইজিদের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। তাই আইপিএল মার্চের দ্বিতীয় সপ্তাহে শুরু করে ১৪ মে-র মধ্যে শেষ করার একটা প্রাথমিক চিন্তা-ভাবনা শুরু হয়েছে।
আরও পড়ুন-কাশ্মীরের ব্রহ্মা শৃঙ্গ জয় চুঁচুড়ার দেবাশিসের
এদিকে, প্রথমবার বিশ্বকাপের মতো আসর বসতে চলেছে আমেরিকায়। তাই সেখানকার কোন কোন মাঠে বিশ্বকাপের ম্যাচ হবে, তা দ্রুত চূড়ান্ত করে ফেলতে চাইছে আইসিসি। এর আগে ফ্লোরিডায় আন্তর্জাতিক ম্যাচের আসর বসেছে। ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যে আসন্ন টি-২০ সিরিজের দু’টি ম্যাচ হবে ফ্লোরিডায়। ফ্লোরিডা ছাড়াও মরিসভিলে, ডালাস ও নিউ ইয়র্কে বিশ্বকাপের ম্যাচ হতে পারে।