আজ, রবিবার হাসপাতাল সূত্রে খবর, ‘হিমোডাইনামিকালি স্টেবল’ (Haemo dynamically stable) রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী (Former chief minister)। চিকিৎসাবিজ্ঞানের এই শব্দবন্ধ সকলের কাছে স্পষ্ট নয়। তাই নিশ্চিন্ত হতে পারছেন না অনেকেই। হিমোডাইনামিক্স বলতে বোঝানো হয় রক্তের অবস্থা। কাল চিকিৎসকেরা জানিয়েছিলেন আগামী ৪৮ ঘন্টা বেশ চিন্তার। তাই হিসেবে মত ফাঁড়া এখনও কাটেনি তার। ভেন্টিলেশনেই রাখা হয়েছে। নিয়মিত স্বাস্থ্যের গতিবিধির উপর নজরদারি চলছে। বুদ্ধদেব ভট্টাচার্যের দায়িত্বে রয়েছেন বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসকেরা।
আরও পড়ুন-মহরমে দিল্লিতে হিংসার ছবি, জখম ৫ মহিলা, ৬ পুলিশকর্মী
প্রসঙ্গত, ২৯শে জুলাই, গুরুতর অসুস্থ হয়ে পড়েন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharya)। শ্বাসকষ্টের সমস্যা বাড়ায় দক্ষিণ কলকাতার বেসরকারি হাসপাতাল উডল্যান্ডসে (Woodlands) ভর্তি করা হয়। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বালিগঞ্জের পাম অ্যাভিনিউয়ের বাড়ি থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় গ্রিন করিডোরের সাহায্যে। ক্রিটিকাল কেয়ার অ্যাম্বুলেন্স গিয়েছিল তার জন্য। তাঁর রক্তে অক্সিজেনের মাত্রা মারাত্মক পরিমান কম ছিল।
আরও পড়ুন-ভোরে হঠাৎ ভয়াবহ আগুন, ধোঁয়ায় ঢাকল আহমেদাবাদের হাসপাতাল
আপাতত, নয়জন চিকিৎসকের একটি বিশেষজ্ঞ দল তার চিকিৎসার দায়িত্বে রয়েছেন। ফুসফুসের সংক্রমণের ফলেই পরিস্থিতি এখনো বেশ জটিল। টাইপ ২ রেসপিরেটরি ফেলিওর হয়েছে তার। অনেকদিন ধরেই সিওপিডি বা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজে ভুগছেন তিনি। এই রোগের কারণেই অক্সিজেন মাত্রা কমে যাচ্ছে হয়তো বলেই ধরা হচ্ছে। সিওপিডি-তে ফুসফুসের বেশ কিছু গুরুতর পরিবর্তন হয় সেটা অজানা নয় ।