মহরমে দিল্লিতে হিংসার ছবি, জখম ৫ মহিলা, ৬ পুলিশকর্মী

শনিবার বিকেল সাড়ে ৫টা নাগাদ রোহতাক রোডে মহারাজা সূরযমল স্টেডিয়ামের সামনে উত্তেজনার সৃষ্টি হয়। আশেপাশের বেশ কিছু যানবাহনও ক্ষতিগ্রস্ত হয়।

Must read

এবার মহরমে (Muharram) কলকাতা বা বাংলা শান্তিপূর্ণ থাকলেও হিংসার ঘটনা ঘটল রাজধানীতে। দিল্লির (Delhi) এই ঘটনায় অন্তত ১২ জন জখম হয়েছেন বলে খবর। তাঁদের মধ্যে ৬ জনই পুলিশকর্মী। মহরমের জন্য় নির্ধারিত যাত্রাপথের বদলে অন্য পথে এগোতে চেয়েছিল মিছিল। সেখানেই বাধা দেয় পুলিশ। শুরু হয় পাথর ছোড়া। এর ফলে জখম হয় ৬ পুলিশকর্মী। উত্তেজিত জনতাকে সেখান থেকে সরাতে পুলিশ লাঠিচার্জ করতে বাধ্য হয় । এই বিষয়ের কিছু ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

আরও পড়ুন-ভোরে হঠাৎ ভয়াবহ আগুন, ধোঁয়ায় ঢাকল আহমেদাবাদের হাসপাতাল

শনিবার বিকেল সাড়ে ৫টা নাগাদ রোহতাক রোডে মহারাজা সূরযমল স্টেডিয়ামের সামনে উত্তেজনার সৃষ্টি হয়। আশেপাশের বেশ কিছু যানবাহনও ক্ষতিগ্রস্ত হয়। দিল্লির (শহরতলি) ডিসিপি হেমেন্দ্র কুমর সিং এই বিষয়ে জানান, প্রায় ১০ হাজার লোকের একাধিক মহরমের মিছিল শান্তিপূর্ণ ভাবে এগোচ্ছিল। একটি মিছিল নির্দিষ্ট রুট বদলে অন্য রাস্তা দিয়ে যেতে চায়। নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মীরা বাধা দেয়। তখনই পরিস্থিতি গুরুতর হয়ে পড়ে। মিছিল থেকে পাথর ছুড়ে আসে পুলিশের দিকে। নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ হালকা লাঠিচার্জ করে

আরও পড়ুন-পরিযায়ী শ্রমিকদের পাশে রাজ্য সরকার, থাকছে সুখবর

ঘটনায় ৬ পুলিশকর্মী এবং ৬ জন স্বেচ্ছাসেবক জখম হন। ৫ জন স্বেচ্ছাসেবক মহিলা। এই ঘটনার পরই সেই পরিস্থিতি সামলাতে এলাকায় শতাধিক পুলিশকর্মী মোতায়েন করা হয়েছিল। বিশেষ পুলিশ কমিশনার (আইন-শৃঙ্খলা) সাগর প্রীত হুডা এবং দীপেন্দ্র পাঠক, যুগ্ম পুলিশ কমিশনার (পশ্চিম রেঞ্জ) চিন্ময় বিসওয়াল সহ দিল্লি পুলিশের শীর্ষ কর্তারা গভীর রাত পর্যন্ত এলাকায় ছিলেন।

Latest article