পরিযায়ী শ্রমিকদের পাশে রাজ্য সরকার, থাকছে সুখবর

এই নিয়ম বাস্তবায়িত করতেই নথিভুক্তকরণের ব্যবস্থা করা হচ্ছে। রাজ্যের শ্রম দফতর পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন আঙ্গিকে ভাবনাচিন্তা করেছে।

Must read

গোটা সেপ্টেম্বর মাস ধরে দুয়ারে সরকার কর্মসূচি চলবে রাজ্যে। এই দুয়ারে সরকার শিবিরে নতুন এক বিষয় আনছে রাজ্য সরকার (state government)। পরিযায়ী শ্রমিকরা এবার নাম নথিভুক্তকরণের সুবিধা পেতে চলেছে। দেশজুড়ে লকডাউন এর সময় থেকেই পরিযায়ী শ্রমিকদের অবস্থা খারাপ হতে থাকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পরিযায়ী শ্রমিকদের জন্য এবার সেই সুখবর নিয়ে এল।

আরও পড়ুন-বাইপাসের ধারে শপিং মলের পরিকল্পনা রাজ্য সরকারের

বেশ কয়েকদিন আগে পরিযায়ী শ্রমিকদের নাম নথিভুক্ত করার জন্য রাজ্য সরকার পোর্টাল চালু করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই পরিযায়ী শ্রমিকদের কাছে আবেদন জানিয়েছেন, এই পোর্টালে নিজেদের নাম নথিভুক্ত করার জন্য। রাজ্য সরকারের তরফে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে কর্মসূত্রে ভিন রাজ্যে কোন শ্রমিক মারা গেলে পরিবারকে দু’লক্ষ টাকা পর্যন্ত নগদ সাহায্য করা হবে। কর্মসূত্রে দুর্ঘটনায় জখম হয়ে যদি কোন পরিযায়ী শ্রমিক কর্মক্ষমতা হারান তবে তাকে এক লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। এছাড়া পরিযায়ী শ্রমিকদের দক্ষ করে তুলতে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে সরকারের তরফে।

আরও পড়ুন-টি-২০ বিশ্বকাপ, এগোতে পারে আইপিএল

এই নিয়ম বাস্তবায়িত করতেই নথিভুক্তকরণের ব্যবস্থা করা হচ্ছে। রাজ্যের শ্রম দফতর পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন আঙ্গিকে ভাবনাচিন্তা করেছে। ইতিমধ্যেই পরিযায়ী শ্রমিকদের জন্য একটি নতুন পোর্টাল এবং অ্যাপ চালু করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। শ্রমমন্ত্রী মলয় ঘটককে চেয়ারম্যান করে নয়া উন্নয়ন বোর্ড তৈরী করা হয়েছে।

Latest article