রবিবার দুপুরে দক্ষিণ কলকাতার ঢাকুরিয়ায় (Dhakuria) একটি মদের দোকানে লাইনে দাঁড়ানো নিয়ে অশান্তি শুরু হয়। দোকানের ভিতর থেকে একজন বেরিয়ে এক ক্রেতাকে বেধড়ক মারতে শুরু করেন। এর ফলেই তার মৃত্যু হয়। এই ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দোকান ঘিরে ফেলেন। ঢাকুরিয়া মোড়ে শুরু হয় অবরোধ। এই অবস্থায় কলকাতা পুলিশের ডিসি ঘটনাস্থলে পৌঁছেছেন।
আরও পড়ুন-হিমোডাইনামিক্যালি স্টেবল বুদ্ধদেব ভট্টাচার্য
জানা গিয়েছে, ঢাকুরিয়া ব্রিজের কাছে ওই দোকানের বাইরে দাঁড়িয়েছিলেন দুই ক্রেতা। ভিতরে দু’জন বিক্রেতা ছিলেন। হঠাৎ বচসা শুরু হয়। এরপর দোকান থেকে বেরিয়ে আসেন একজন। বাইরে থাকা যুবক গেটের দিকে আসেন। ভিতর থেকে বেরিয়ে আসা ব্যক্তি মারতে থাকেন ওই ক্রেতাকে।
আরও পড়ুন-মহরমে দিল্লিতে হিংসার ছবি, জখম ৫ মহিলা, ৬ পুলিশকর্মী
সুশান্ত মণ্ডল নামে এক ব্যক্তি মদ কিনতে গিয়েছিলেন। দোকানিদের সঙ্গে সমস্যা শুরু হয়। এরপরই সুশান্তকে বেধড়ক মারা হয়। সামনেই আমরি হাসপাতাল। স্থানীয়রা উদ্ধার করে তাকে সেখানে নিয়ে যান। সেখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার পর এলাকা রণক্ষেত্র হয়ে ওঠে।