গত পাঁচ বছরে দেশের ৯৬ হাজার সংস্থা নিজেদের ব্যবসা বন্ধ করেছে। জানা গিয়েছে, বেশ কিছু ক্ষেত্রে আর্থিক অনটনের ফলেই কোম্পানিগুলির দরজায় তালাঝুলেছে। কেন্দ্রীয় কর্পোরট বিষয়ক মন্ত্রকের তথ্য অনুযায়ী ২০১৮ সালের ১ এপ্রিল থেকে ২০২৩ সালের ৩১ মার্চ পর্যন্ত মোট ৯৬ হাজার ২৬১টি সংস্থা নিজেরাই ব্যবসা ছেড়ে দিয়েছে যা দেশের জন্য খুব সুখকর নয়।
আরও পড়ুন-মণিপুরে নারী-নির্যাতনের বিরুদ্ধে রাজ্য জুড়ে তৃণমূলের ধিক্কার-মিছিল
এই ৯৬ হাজার সংস্থার মধ্যে বেশিরভাগ সংস্থা কোম্পানি আইনের ২৪৮(২) ধারার অধীনে নিজেদের ব্যবসা বন্ধ করেছে। ৫১০টি সংস্থা জাতীয় কোম্পানি আইন ট্রাইবুনালে নিজেদের দেউলিয়া ঘোষণা করার দাবি জানিয়েছে এবং ব্যবসা তুলে দিয়েছে। ইতিমধ্যেই, ‘সেন্টার ফর প্রোসেসিং অ্যাকসেলারেটিং কর্পোরেট এক্সিট’ চালু করেছে কেন্দ্রীয় সরকার। এটি খোলার কারণ হল কোনও কোম্পানি যাতে ব্যবসা বন্ধ করতে গিয়ে সমস্যায় না পড়ে এবং সেই প্রক্রিয়া যেন মসৃণ হয়।
আরও পড়ুন-আজ থেকে বীরভূম জুড়ে রাজ্যের উদ্যোগে শুরু সমাধান, শিল্পোদ্যোগীদের দুয়ারে এমএসএমই শিবির
কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, ‘সেন্টার ফর প্রোসেসিং অ্যাকসেলারেটিং কর্পোরেট এক্সিট’ চালু হওয়ার পর থেকে কোনও কোম্পানির ব্যবসা বন্ধের প্রক্রিয়া সেসকোর্টে মোটামুটি ৪ মাস সময় লাগছে। জানা গিয়েছে, জাতীয় কোম্পানি আইন ট্রাইবুনালের সামনে এখনো ৫২০টি দেউলিয়া ঘোষণার মামলা ঝুলছে। ১১ হাজার ৩৭টি আবেদন এখনো কোম্পানি আইনের ২৪৮(২) ধারার অধীনে ব্যবসা বন্ধের অপেক্ষায় রয়েছে।