আজ থেকে বীরভূম জুড়ে রাজ্যের উদ্যোগে শুরু সমাধান, শিল্পোদ্যোগীদের দুয়ারে এমএসএমই শিবির

জানা গিয়েছে, ভবিষ্যৎ ক্রেডিট কার্ড স্কিম, ক্ষুদ্র ব্যবসায়ী বা উদ্যোগপতিদের কাছে জমির কনভারশন, মিউটেশন ইত্যাদি নিয়ে সব জটিলতার চটজলদি সমাধান করা হবে দুয়ারে শিবিরে

Must read

সংবাদদাতা, বীরভূম : পশ্চিমবঙ্গ সরকারের (West Bengal government) ক্ষুদ্র ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দফতরের উদ্যোগে বীরভূম জেলার ১৯টি ব্লক-সহ পুরসভাগুলিতে এমএসএমই ক্যাম্পের মাধ্যমে শিল্পোদ্যোগীদের দুয়ারে শিল্পের সমাধানের আয়োজন করা হয়েছে। আজ থেকে শুরু হচ্ছে এই অভিনব উদ্যোগ।

আরও পড়ুন-বিজেপি সাংসদ তথা রাজ্য সভাপতির ভূমিকার নিন্দায় স্থানীয়রা, কেন্দ্রের উদাসীনতায় হিলিতে হচ্ছে না স্থলবন্দর

রাজ্যের ক্ষুদ্র ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দফতরের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বলেন, ‘‘রাজ্য সরকারের অভিনব উদ্যোগের মাধ্যমে এমএসএমই ক্যাম্প হবে জেলার ১৯ ব্লকে। যে ব্লকে মিউনিসিপ্যালিটি পড়ছে, তাকে সেই ব্লকের সঙ্গে ট্যাগ করা হচ্ছে। ৩১ জুলাই থেকে রামপুরহাট ১ ব্লকে শুরু হচ্ছে ক্যাম্প। এর ফলে ছোট ছোট উদ্যোগপতি থেকে স্বনির্ভর গোষ্ঠীগুলি পোর্টাল রেজিস্ট্রেশনের মাধ্যমে বিভিন্ন সরকারি সুবিধা পাবেন।’’ জানা গিয়েছে, ভবিষ্যৎ ক্রেডিট কার্ড স্কিম, ক্ষুদ্র ব্যবসায়ী বা উদ্যোগপতিদের কাছে জমির কনভারশন, মিউটেশন ইত্যাদি নিয়ে সব জটিলতার চটজলদি সমাধান করা হবে দুয়ারে শিবিরে।

আরও পড়ুন-কারা মোদের সব লুটেছে, স্মরণ আছে…

কারিগরি শিক্ষা দফতরের উৎকর্ষ বাংলা প্রকল্পের অধীনে স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম এবং রোজগার সেবা প্রকল্পে নথিভুক্তকরণ, সংখ্যালঘু ও মাদ্রাসা শিক্ষা দফতরের অধীনে স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ঋণদান এবং পাশাপাশি কৃষি দফতরের পরিকাঠামোর উন্নয়নমূলক তহবিলে নথিভুক্তি, অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের আওতায় ব্যাঙ্কঋণ, উচ্চশিক্ষার জন্য ক্রেডিট কার্ড-সহ স্বনির্ভর গোষ্ঠীর জন্য ব্যাঙ্ক লোনের সুবিধা পাওয়া যাবে এখান থেকে।

Latest article