প্রতিবেদন: চার বছর পর ঘরের মাঠে ফিরে প্রতিপক্ষকে পাঁচ গোল দিয়েছে ইস্টবেঙ্গল (East Bengal- Wari)। বড় জয়ের আত্মবিশ্বাস নিয়ে সোমবার কলকাতা লিগে নিজেদের ষষ্ঠ ম্যাচ খেলতে নামছে লাল-হলুদের রিজার্ভ দল। প্রতিপক্ষ উয়াড়ি অ্যাথলেটিক ক্লাব। যারা প্রতিযোগিতায় এখনও পর্যন্ত মাত্র একটি জয় পেয়েছে। তবে লাল-হলুদ (East Bengal- Wari) শিবির উয়াড়িকে হালকাভাবে নিচ্ছে না। ১১ পয়েন্ট নিয়ে কলকাতা প্রিমিয়ার লিগের গ্রুপ ‘বি’-তে দ্বিতীয় স্থানে রয়েছে ইস্টবেঙ্গল। সোমবার উয়াড়ি ম্যাচের আগে কোচ বিনো জর্জের ভয় আত্মতুষ্টিকে। দল জয়ের মধ্যে আছে। ভাল খেলছেন আমন সিকে, গুইতে, অভিষেক কুঞ্জমরা। বিনো বলেছেন, ‘‘আমরা শেষ ম্যাচে বড় জয় পেলেও আত্মতুষ্টির কোনও জায়গা নেই। ছেলেরা উন্নতি করছে। ওদের বোঝানো হচ্ছে ধারাবাহিকতাই আসল। সবাই তরুণ। ওরা সবাই গেমটাইম পাচ্ছে বলে আমি খুশি। তবে এখনও অনেক উন্নতি করতে হবে আমাদের।’’
আরও পড়ুন- মণিপুরে নারী-নির্যাতনের বিরুদ্ধে রাজ্য জুড়ে তৃণমূলের ধিক্কার-মিছিল