বিধানসভায় ডেঙ্গুর বিরুদ্ধে একসঙ্গে লড়ার বার্তা মুখ্যমন্ত্রীর

Must read

রাজ্যজুড়ে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। যা নিয়ে সতর্ক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ডেঙ্গু (Dengue) নিয়ে বিধানসভায় একসঙ্গে লড়ার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। কলকাতাতেও ক্রমশ বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। এই আবহে সোমবার বিধানসভায় গিয়ে সবাইকে একসঙ্গে এই মশাবাহিত রোগের বিরুদ্ধে লড়ার আহ্বান জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন-মণিপুরে নারী-নির্যাতনের বিরুদ্ধে রাজ্য জুড়ে তৃণমূলের ধিক্কার-মিছিল

মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) এদিন বিধানসভায় বলেন, “আসুন আমরা যেমন কোভিড-এর বিরুদ্ধে লড়াই করেছি, তেমন সকলে মিলে ডেঙ্গুর বিরুদ্ধেও লড়াই করি। বিধাননগর এলাকায় মেট্রোর কাজ চলছে বলে ডেঙ্গু বেশি হচ্ছে। নিশ্চিত না হলেও এখনও অবধি ৮ জনের মৃত্যুর খবর এসেছে। আক্রান্ত প্রায় ৪ হাজার ৪০১জন। কোনও হাসপাতাল স্বাস্থ্যসাথী কার্ড না নিতে চাইলে তার লাইসেন্স বাতিল করে দেওয়া হবে।” বিরোধী দলের বিধায়কদের উদ্দেশে তিনি বলেন, “আমরা নিউরোতে সিট বাড়াতে এমসিআইকে চিঠি লিখে অনুরোধ করেছি। আপনারাও আবেদন করুন।”

Latest article