প্রতিবেদন : আইএসএলের মহড়ায় পরপর তিনটি প্রস্তুতি ম্যাচেই জয় পেল এসসি ইস্টবেঙ্গল। বুধবার বিকেলে মরশুমের তৃতীয় ফ্রেন্ডলি ম্যাচে আই লিগ চ্যাম্পিয়ন দল গোকুলাম কেরালা এফসি-কে ২-১ গোলে হারাল মানোলো দিয়াজের দল। লাল-হলুদের দুই গোলদাতা বলবন্ত সিং ও আঙ্গুসানা।
আরও পড়ুন : মেসি-ম্যাজিকে জয় পিএসজির
এদিন ম্যাচের দ্বিতীয়ার্ধে পরিবর্ত হিসেবে মাঠে নেমেছিলেন নাইজেরিয়ান স্ট্রাইকার ড্যানিয়েল চিমা। গোলের সামনে ছটফটানি দেখালেও গোলের সুযোগ কাজে লাগাতে পারেননি। ম্যাচের পর চিমা বলেন, ‘‘শুরুটা ভাল হয়েছে। মানিয়ে নিয়ে আরও উন্নতির চেষ্টা করব।’’ গত দু’টি ম্যাচের মতো এদিনও নজরকাড়া ফুটবল খেলেন লাল-হলুদের ক্রোয়েশিয়ান ফরোয়ার্ড অ্যান্তোনিও পোরোসেভিচ। আঙ্গুসানার গোলের ক্ষেত্রেও তাঁর অবদান।
দুরন্ত টার্নে গোকুলাম ডিফেন্ডারদের ছিটকে দিয়ে গোলে শট নেন পেরোসেভিচ। বিপক্ষ গোলকিপারের সেভের পর ফিরতি বল জালে জড়িয়ে দেন আঙ্গুসানা। এই গোলের আগে ইস্টবেঙ্গলের প্রথম গোলটি করেন বলবন্ত। রক্ষণের ভুলে একটি গোল হজম করে ইস্টবেঙ্গল। আমির দের্ভিসেভিচের ভুল ব্যাক পাস থেকে গোল করে যান গোকুলামের ঘানাইয়ান স্ট্রাইকার রহিম ওসুমানু। ভারতীয় ফুটবলারদের মধ্যে রফিক এদিন ভাল খেলে কোচের আস্থার মর্যাদা রাখেন।