প্রতিবেদন : ব্যর্থতার নজির গড়ছে ডবল ইঞ্জিন সরকার। উত্তর ও উত্তর-পূর্বের রাজ্যগুলিতে একের পর এক অশান্তি। এবার বিজেপি শাসিত হরিয়ানা উত্তপ্ত। গোষ্ঠী সংঘর্ষে আগুন, মৃত্যু, ১৪৪ ধারা জারি, বন্ধ ইন্টারনেট। অস্থির দেশের আর এক রাজ্য। মঙ্গলবার বিকেলে নতুন করে সংঘর্ষ শুরু হয়।
আরও পড়ুন-বাংলার বিরুদ্ধে প্রতিশোধের রাজনীতি
সোমবার হরিয়ানার গুরুগ্রামের নুহ-তে ‘ব্রিজ মণ্ডল জলাভিষেক যাত্রা’র আয়োজন করেছিল একটি সংগঠন। গুরুগ্রাম আলোয়ার হাইওয়েতে মিছিলে বাধা দেয় একদল যুবক। তারা মিছিল লক্ষ্য করে পাথর ছুঁড়তে শুরু করে। তার জেরেই তুমুল অশান্তি শুরু হয়। রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়িগুলিতে আগুন ধরিয়ে দেয় জনতা। যাঁরা মিছিলে অংশ নিয়েছিলেন, মহিলা ও শিশু-সহ প্রায় ২৫০০ হাজার স্থানীয় মানুষ একটি মন্দিরে আশ্রয় নেন। ঘটনায় এখনও পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে। গতকালই দুই হোমগার্ড-সহ একজনের মৃত্যুর খবর পাওয়া যায়। অভিযোগ, ওই দুই হোমগার্ডকে গুলি করে হত্যা করা হয়েছে। অশান্তির জেরে কমপক্ষে ৪৩২ জন আহত হয়েছেন।
আরও পড়ুন-আজ রাষ্ট্রপতির কাছে ইন্ডিয়া’র প্রতিনিধিরা, বিরোধী কৌশলে মাত মোদি
সংঘর্ষের জেরে এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। গুজব ছড়ানোর আশঙ্কায় বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট পরিষেবা। মঙ্গলবার গুরুগ্রাম, ফরিদাবাদ জেলার স্কুল, কলেজ-সহ সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখারও নির্দেশ দেওয়া হয়। নুহ থেকে হিংসা ছড়াচ্ছে গুরুগ্রামেও। সব মিলিয়ে বিজেপি সরকারের ব্যর্থতা প্রকাশ্যে। ডবল ইঞ্জিন সরকারের রাজ্যই অশান্ত।