আজ রাষ্ট্রপতির কাছে ইন্ডিয়া’র প্রতিনিধিরা, বিরোধী কৌশলে মাত মোদি

টানা তিন মাস ধরে মণিপুর জ্বলছে অথচ কোনও কাজ করেনি রাজ্য সরকারি প্রশাসন। তাই মণিপুরের প্রশাসনের ওপর মানুষ আস্থা হারিয়েছে।

Must read

প্রতিবেদন : মণিপুর পুলিশের অকর্মণ্যতায় ক্ষুব্ধ বিচারপতির সপাট প্রশ্ন, কী করছিলেন আপনারা? মঙ্গলবার মণিপুর নিয়ে শুনানিতে সুপ্রিম কোর্টের এই প্রশ্ন শুধু যে তাদের নয়, গোটা দেশের তা আরও একবার প্রমাণিত হল। মণিপুর নিয়ে বিজেপি সরকারের উদাসীনতায় ও ব্যর্থতায় ক্ষোভে ফুঁসছে দেশবাসী। এখনও হাত গুটিয়ে বসে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী। কিন্তু আর কতদিন? এটাই এখন কোটি টাকার প্রশ্ন। টানা তিন মাস ধরে মণিপুর জ্বলছে অথচ কোনও কাজ করেনি রাজ্য সরকারি প্রশাসন। তাই মণিপুরের প্রশাসনের ওপর মানুষ আস্থা হারিয়েছে।

আরও পড়ুন-ফুসফুসের ক্যানসার প্রতিরোধে

সর্বোচ্চ আদালত পর্যবেক্ষণে জানিয়েছে, মণিপুরের সমস্ত কেস সিবিআইকে দেওয়া সম্ভব নয়। মাত্র ১১টি যৌন নির্যাতনের কেস তাদের দেওয়া হবে, অন্যথায় ভেঙে পড়বে সিবিআই। মঙ্গলবার এক পর্যবেক্ষণে প্রধান বিচারপতি ইঙ্গিত দিয়েছেন যে, আদালত হাইকোর্টের প্রাক্তন বিচারপতিদের একটি কমিটি গঠনের কথা ভাবছে যাঁরা মণিপুরের একটি সামগ্রিক মূল্যায়ন করবেন। সুপ্রিম কোর্টের পর্যবক্ষেণ, গোষ্ঠী সংঘর্ষের ঘটনায় ৬ হাজার এফআইআর দায়ের হয়েছে। তাহলে কেন মাত্র কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে? প্রধান বিচারপতির তোপ, রাজ্যের আইনশৃঙ্খলা পুরোপুরি বিপর্যস্ত। মণিপুর পুলিশের ডিজিকে শুক্রবার তলব করেছে সুপ্রিম কোর্ট। তদন্তের গতিকে ‘অলস’ বলে ব্যাখ্যা করে মণিপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধান বিচারপতি।

আরও পড়ুন-পাট্টা পেলেন ৮৯ ভূমিহীন

এদিকে বিরোধীদের কৌশলী চাপে অনাস্থা প্রস্তাবের ওপর ১০ অগাস্ট জবাবি ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সংসদে এখনও একদিনও উপস্থিত হননি প্রধানমন্ত্রী। মণিপুর নিয়ে প্রধানমন্ত্রীকে বলতে বাধ্য করতে লোকসভায় অনাস্থা প্রস্তাব এনেছে ইন্ডিয়া জোট। যেহেতু কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আনা অনাস্থা আর সরকারের প্রধান হিসেবে তাই প্রধানমন্ত্রীকেই জবাবি ভাষণ দিতে হবে। ইন্ডিয়া জোটের আনা অনাস্থা প্রস্তাবের ওপর আলোচনা শুরু হবে ৮ অগাস্ট। প্রধানমন্ত্রী ১০ তারিখ এই প্রস্তাবের প্রেক্ষিতে সংসদে বক্তব্য রাখবেন। অর্থাৎ তালিকাভুক্ত বিলগুলি পাশ করিয়ে নিয়ে অনাস্থা প্রস্তাব আনা হবে অধিবেশনের একবারে শেষলগ্নে। আগামী ১১ অগাস্ট বাদল অধিবেশন শেষ হওয়ার কথা।

আরও পড়ুন-ইস্টবেঙ্গলের প্রতিষ্ঠাদিবস

মণিপুর ইস্যু নিয়ে বুধবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করবে ইন্ডিয়ার সংসদীয় প্রতিনিধি দল। সকাল সাড়ে ১১টায় রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন তাঁরা। গত শনি ও রবিবার মণিপুর ঘুরে এসেছে ইন্ডিয়ার সংসদীয় প্রতিনিধি দল। সেখানকার মানুষদের সঙ্গে কথা বলে বিস্তারিত রিপোর্ট তৈরি করা হয়েছে ইন্ডিয়া জোটের তরফে। সেই রিপোর্টই রাষ্ট্রপতির হাতে তুলে দেওয়া হবে। ইন্ডিয়া জোটের দাবি, মণিপুরে যেভাবে মহিলাদের ওপর অত্যাচার হচ্ছে সেখানে হস্তক্ষেপ করুন দেশের মহিলা রাষ্ট্রপতি।

আরও পড়ুন-বন্যা আটকাতে দিল্লি চলুন

এর মাঝেই ব্যর্থতার ছবি স্পষ্ট বিজেপি শাসিত আর এক ডবল ইঞ্জিনের রাজ্য হরিয়ানাতে। গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত রাজধানী লাগোয়া হরিয়ানা। আগুন, মৃত্যু ,১৪৪ ধারা, ইন্টারনেট, স্কুল-কলেজ, সরকারি দফতর বন্ধ সেখানে। গোষ্ঠী সংঘর্ষের জেরে এখনও পর্যন্ত বিজেপি শাসিত এই রাজ্য থেকে পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

Latest article