পাট্টা পেলেন ৮৯ ভূমিহীন

শিল্প ও বন্দর শহর হলদিয়ার কলকারখানা ও মানুষের নিরাপত্তার জন্য সিসিটিভি প্রোজেক্টের উদ্বোধন করা হয়। হলদিয়া, ভবানীপুর, দুর্গাচক থানা এলাকায়।

Must read

সংবাদদাতা, হলদিয়া : হলদিয়া উন্নয়ন পর্ষদের উদ্যোগে পাট্টা বিলি করা হল ৮৯ জন ভূমিহীনের মধ্যে। সেই সঙ্গে উদ্বেধন করা হল সিসিটিভি প্রোজেক্টের। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু মাজি, পুলিশ সুপার অমরনাথ কে, হলদিয়া উন্নয়ন পর্ষদের প্রশাসক সুধীর কন্থাম, পর্ষদ চেয়ারম্যান জ্যোতির্ময় কর প্রমুখ।

আরও পড়ুন-রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, দুটি মিসাইল হামলা

মোট ২.৬৪ একর জমির পাট্টা তুলে দেওয়া হয় এদিন। হলদিয়া পুরসভার পূর্ব শ্রীকৃষ্ণপুর ভবানীপুর, শহিদ ক্ষুদিরাম, গান্ধীনগর ও দুর্গাচক পুনর্বাসন কলোনির ভূমিহীনরাই ছিলেন এদিনের পাট্টাপ্রাপক। জেলাশাসক বলেন, ভূমিহীন এই পরিবারগুলির রাস্তার পাশে যেখানে সেখানে বসবাস। নিরাপদ আশ্রয়ের জন্য পাট্টার আবেদন জানিয়েছিলেন তাঁরা। উন্নয়ন পর্ষদের আধিকারিকরা দায়িত্ব নিয়ে সেই তালিকা তৈরি করেছেন। সেই মতো ৮৯ জনকে জমির পাট্টা দেওয়া হল। শিল্প ও বন্দর শহর হলদিয়ার কলকারখানা ও মানুষের নিরাপত্তার জন্য সিসিটিভি প্রোজেক্টের উদ্বোধন করা হয়। হলদিয়া, ভবানীপুর, দুর্গাচক থানা এলাকায়।

Latest article