বলিউডের (Bollywood) বিখ্যাত আর্ট ডিরেক্টর (Art Director) নীতীন চন্দ্রকান্ত দেশাই (Nitin Chandrakant Desai) আত্মহত্যা করলেন। জানা গিয়েছে, নীতীন চন্দ্রকান্ত দেশাই নিজের স্টুডিও অর্থাৎ এনডি স্টুডিওতে আত্মঘাতী হয়েছেন। মুম্বই থেকে ৮০ কিলোমিটার দূরে অবস্থিত তার স্টুডিও। আর সেখানেই এই ঘটনা ঘটে গিয়েছে।
আরও পড়ুন-বাংলায় ১০০০ কোটি বিনিয়োগ করতে চলেছে পিয়ারলেস
আজ, ২ অগাস্ট, বুধবার সকালে এই ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। কেন তিনি এমন কাজ করলেন সেটা যদিও জানা যায়নি।
নীতীন চন্দ্রকান্ত দেশাই দাপলিতে জন্মগ্রহণ করেন। নীতীন দেশাই বা নীতীন চন্দ্রকান্ত দেশাই মূলত তাঁর শিল্প, স্টুডিও ডিজাইন, ইত্যাদির জন্য বলিউডে সুপরিচিত ছিলেন। বলিউডে একাধিক বড় বাজেট এবং সুপার হিট ছবিতে কাজ করেছেন তিনি।
আরও পড়ুন-লারার মাঠে হার্দিকদের দাপট
উল্লেখ্য, নীতীন চন্দ্রকান্ত দেশাই মূলত মারাঠি এবং হিন্দি ছবিতে কাজ করতেন। তাঁর কল্পনায় তৈরি করা দুর্দান্ত সব সেট, স্টুডিও দেখা গিয়েছে লাগান, যোধা আকবর, হাম দিল দে চুকে সনম, দেবদাস, প্রেম রতন ধন পায়ো, ইত্যাদি ছবিগুলোতে। তাঁর সেরা কাজের মধ্যে আছে সালাম বম্বে। ২০১৬ সালে দিল্লিতে অনুষ্ঠিত হওয়া ওয়ার্ল্ড কালচারাল ফেস্টিভ্যালে কাজ করেন তিনি।