সিডনি, ২ অগাস্ট : টানা দু’টি আন্তর্জাতিক টুর্নামেন্টের (কোরিয়া ও জাপান ওপেন) প্রথম রাউন্ডে হারের পর অবশেষে জয়। অস্ট্রেলিয়া ওপেন (Australian Open) ব্যাডমিন্টনের (Badminton) দ্বিতীয় রাউন্ডে উঠলেন পিভি সিন্ধু (PV Sindhu)। বুধবার প্রথম রাউন্ডে সিন্ধুর প্রতিপক্ষ ছিলেন আরেক ভারতীয় শাটলার অস্মিতা চালিহা। ২১-১৮, ২১-১৩ সরাসরি গেমে ম্যাচ জিতে নেন সিন্ধু। পরের রাউন্ডে তাঁর প্রতিদ্বন্দ্বী ভারতেরই আকর্ষী কাশ্যপ। মালয়েশিয়ার গোহ জিন উইকে ২১-১৫, ২১-১৭ গেমে হারিয়ে সিন্ধুর (PV Sindhu) মুখোমুখি হয়েছেন আকর্ষী।
এদিকে, ছেলেদের সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডে উঠলেন এইচ এস প্রণয়, কিদাম্বি শ্রীকান্ত, প্রিয়াংশ রাজাবত ও মিঠুন মঞ্জনাথ। তবে চোটের জন্য প্রথম গেমের শুরুতেই ম্যাচ ছেড়ে দেন লক্ষ্য সেন। সেই সময় ভারতেরই কিরণ জর্জের বিরুদ্ধে ০-৫ পয়েন্টে পিছিয়ে ছিলেন লক্ষ্য। প্রণয় ২১-১৮, ১৬-২১, ২১-১৫ গেমে হারিয়েছেন হংকংয়ের লি চেউক ইয়ুকে। অন্যদিকে, শ্রীকান্ত ২১-১৮, ২১-৭ সরাসরি গেমে হারিয়েছেন জাপানি শাটলার কেন্তা নিশিমোতোকে। প্রিয়াংশু ২১-১২, ২১-১৬ সরাসরি গেমে হারিয়েছেন অস্ট্রেলিয়ার নাথান তাংকে। প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন লোহ কিন ইয়ুকে ২১-১৯, ২১-১৯ গেমে হারিয়ে চমক দিয়েছেন মঞ্জুনাথ।
আরও পড়ুন- একদিন এগোল ভারত-পাক ম্যাচ