শিল্পোদ্যোগে উৎসাহ দিতে মুখ্যমন্ত্রীর অভিনব ভাবনা

শিল্পের সমাধানে শুরু দুয়ারে শিবির

Must read

সংবাদদাতা, বারুইপুর : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) উদ্যোগে শিল্পের সমাধানে শিল্পোদ্যোগীদের দুয়ারে এমএসএমই ক্যাম্প (MSME Camp) শুরু হল মঙ্গলবার থেকে। চলবে ১৮ অগাস্ট পর্যন্ত। আজ ছিল বারুইপুর মহকুমার জয় হিন্দ অডিটোরিয়ামে জেলা পর্যায়ের শিবির। উপস্থিত ছিলেন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা, ম্যানেজিং ডিরেক্টর ডব্লুবিএসআইডিসিএল নিখিল নির্মল, অতিরিক্ত জেলাশাসক শঙ্খ সাঁতরা, অতিরিক্ত জেলাশাসক অদিতি চৌধুরী, প্রজেক্ট ডিরেক্টর ডিআরডিসি দেবাহুতি ইন্দ্র, বারুইপুরের মহকুমাশাসক সুমন পোদ্দার প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন দফতরের ২২টি স্টল ছিল। দক্ষিণ ২৪ পরগনার খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যানপালন দফতর, জেলা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর, ভূমি ও ভূমিসংস্কার এবং উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন দফতর, ডিরেক্টরেট অফ ফ্যাক্টরিসের দুটি স্টল ছাড়াও ছিল পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, রাজ্য বিদ্যুৎবণ্টন কোম্পানি, সংখ্যালঘু ও মাদ্রাসা শিক্ষা দফতর, অগ্নিনির্বাপণ, কারিগরি শিক্ষা দফতর ইত্যাদি বিভিন্ন দফতরের স্টল। শুরুর দিনেই স্টলগুলো ঘিরে সাধারণ মানুষ, ছোট শিল্পোদ্যোগীদের (MSME Camp) উৎসাহ ছিল লক্ষ্য করার মতো।

আরও পড়ুন- এবার সরাসরি কলকাতা-ঢাকা বাস, চালু হচ্ছে শীঘ্রই

Latest article