২০০০ টাকার নোট ৮৮ শতাংশই জমা

Must read

হাতে রয়েছে প্রায় দু’মাস। কিন্তু তার আগেই ২ হাজারি নোটের সিংহভাগ বিভিন্ন ব্যাঙ্কে জমা পড়েছে বলে জানাল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (2000 Note- RBI)। আরবিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ৩১ জুলাই পর্যন্ত বিভিন্ন ব্যাঙ্কে ২,০০০ টাকার ৮৮ শতাংশ নোট জমা পড়েছে। অর্থাৎ বাজারে রয়ে গিয়েছে মাত্র ১২ শতাংশ ২০০০ টাকার নোট। সেই টাকাও খুব শিগগিরই ব্যাঙ্কে জমা পড়বে বলে আশাবাদী আরবিআই। প্রসঙ্গত, গত ১৯ মে দেশ থেকে ৩ লক্ষ ৬২ হাজার কোটি টাকা মূল্যের ২,০০০ টাকার নোট বাতিলের সিদ্ধান্ত নেয় রিজার্ভ ব্যাঙ্ক (2000 Note- RBI)। মোদি জমানায় এই নিয়ে দ্বিতীয়বার নোট বাতিলের জেরে দুর্ভোগ পোহাতে হচ্ছে আমজনতাকে। এর আগে রাতারাতি ৫০০ ও ১ হাজারের নোট বাতিলের ঘোষণা করে সাধারণ মানুষকে দুর্ভোগে ফেলেছিলেন প্রধানমন্ত্রী। কালো টাকা ও জাল নোট বন্ধের প্রতিশ্রুতি দিয়ে নোটবাতিলের প্রচার হলেও বাস্তবে দেখা গিয়েছে, কালো টাকা বেড়েছে। বহাল তবিয়তে জাল নোটের কারবারিরাও। মাঝখান থেকে নোটবাতিলের লাইনে দাঁড়িয়ে জীবন দিতে হয়েছে সাধারণ মানুষকে। দু’হাজারি নোট বাতিলের ঘোষণার পর এবার আরবিআই জানিয়েছে, ইতিমধ্যেই তাদের কাছে এসে পৌঁছেছে ৩ লক্ষ ১৪ হাজার কোটি টাকা। যা প্রচলিত মূল্যের ৮৮ শতাংশ। অর্থাৎ সিংহভাগই ফিরে এসেছে। তবে এই দু’হাজার টাকা বদল করে নেওয়ার জন্য হাতে এখনও সময় আছে। নোট জমার শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর। আশা করা যায় নির্ধারিত সময়সীমার ভিতরেই জনগণের হাতে থাকা দু’হাজারি নোটের পুরোটাই আরবিআইয়ের হাতে চলে আসবে।

আরও পড়ুন- ৬ অগাস্ট রাজ্যজুড়ে ব্লকে ব্লকে ধর্না তৃণমূলের, জানালেন মুখ্যমন্ত্রী

Latest article