৬ অগাস্ট রাজ্যজুড়ে ব্লকে ব্লকে ধর্না তৃণমূলের, জানালেন মুখ্যমন্ত্রী

Must read

বঞ্চনা ও সন্ত্রাসের অভিযোগ তুলে কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে আক্রমণ শাণালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (TMC- Mamata Banerjee)। বুধবার, নবান্নে সাংবাদিক বৈঠকে তৃণমূল সুপ্রিমো জানান, ৬ অগাস্ট রাজ্যের প্রতি ব্লকে ধর্না কর্মসূচি পালন করবে তৃণমূল কংগ্রেস। বেলা ১২টা থেকে ৪টে পর্যন্ত চলবে এই ধর্না কর্মসূচি। একইসঙ্গে বলেন , রাজ্যের বিপুল বকেয়া আটকে রেখেছে মোদি সরকার।

এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী (CS Harikrishna Dwivedi)। সেখানে বিগত বাম সরকারে ঋণের বোঝা সম্পর্কে জানান মুখ্যসচিব। মুখ্যমন্ত্রী বলেন, “অনেকে ভুলভাল বলেন যে, রাজ্য সরকারের ঋণের বোঝা ৭ লক্ষ কোটি হয়ে গিয়েছে। এগুলো সব বাজে কথা। অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানার মতো নতুন রাজ্যগুলির এই ধরনের সমস্যা নেই, কিন্তু আমাদের উত্তরাধিকার বহন করে চলতে হচ্ছে। আগের সরকার ক্ষুদ্র সঞ্চয় থেকেও ঋণ নিয়েছিল।”

আরও পড়ুন: কেন্দ্রীয় শিক্ষানীতি মানলে রাজ্যের পড়ুয়াদের সর্বনাশ, বিধানসভায় ব্রাত্য

মুখ্যসচিব হিসেব দিয়ে জানান, ২০১১ সালে তৃণমূল সরকার ক্ষমতায় আসার সময়ে রাজ্যের বকেয়া ঋণের পরিমাণ ছিল ২ লক্ষ কোটি টাকা। আর এখনও পর্যন্ত হিসেব করলে, রাজ্যের মোট ঋণের পরিমাণ ৫.৮৬ লক্ষ কোটি। মুখ্যমন্ত্রী (TMC- Mamata Banerjee) বলেন, রাজ্যে থেকে জিএসটি বাবদ সব টাকা নিয়ে যাচ্ছে কেন্দ্র। কিন্তু বকেয়া দিচ্ছে না। বিভিন্ন রাজ্য যদি তাদের বকেয়া পায়, তাহলে বাংলা বঞ্চিত কেন! প্রশ্ন তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী জানান, “আমরা ১০০ দিনের কাজ ৫ বার প্রথম হয়েছি। সব রাজ্য কেন্দ্রীয় সরকারের টাকা পাচ্ছে, আমরা কেন পাব না। আমরা নিজেরাই টাকা দিয়ে কাজ করছি।” মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, বর্তমান রাজ্য সরকারকে গত সরকারের ঋণের বোঝা বইতে হচ্ছে। কিন্তু তারপরেও একাধিক প্রকল্পের ক্ষেত্রে দেশের মধ্যে শীর্ষ স্থানে থাকে বাংলা। একাধিক প্রকল্পের জন্য রাজ্য জাতীয় এবং আন্তর্জাতিক স্বীকৃতি, পুরস্কার পেয়েছে বলেও তিনি উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। এরই প্রতিবাদে এই ধর্না কর্মসূচি।

বুথে বুথে বিজেপি নেতৃত্বের বাড়ি ঘেরাওয়ের কর্মসূচির ঘোষণা ২১ জুলাইয়ের মঞ্চ থেকেই ঘোষণা করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরে সেই কর্মসূচির কিছুটা পরিবর্তন করে ব্লকে ব্লকে ধর্নার কথা জানান মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কর্মসূচির পরিবর্তন করে নতুন কর্মসূচির ঘোষণা করেন তৃণমূল সুপ্রিমো।

Latest article