কেন্দ্রীয় শিক্ষানীতি মানলে রাজ্যের পড়ুয়াদের সর্বনাশ, বিধানসভায় ব্রাত্য

কেন্দ্রীয় সরকারের সুপারিশ করা শিক্ষানীতি বা জাতীয় শিক্ষানীতি মানলে আগামিদিনে এরাজ্যের ছেলেমেয়েদের প্রভূত ক্ষতির মুখে পড়তে হত।

Must read

প্রতিবেদন : কেন্দ্রীয় সরকারের সুপারিশ করা শিক্ষানীতি বা জাতীয় শিক্ষানীতি মানলে আগামিদিনে এরাজ্যের ছেলেমেয়েদের প্রভূত ক্ষতির মুখে পড়তে হত। তাদের ভবিষ্যতের কথা ভেবেই কেন্দ্রীয় সরকারের নয়া শিক্ষানীতি রাজ্য সরকার গ্রহণ করেনি। রাজ্যে ৭ লক্ষ পড়ুয়ার কথা ভেবে আমরা ৪ বছরের অনার্স ও ৩ বছরের পাস কোর্স চালু করেছি।

আরও পড়ুন-বিদ্বেষের বুলিতে বুলেটে ঝাঁঝরা ভারত, বাঁচাতে পাশে নিন INDIA কে

বাংলার ছেলেমেয়েরা যাতে সর্বভারতীয় পরীক্ষায় সমস্যায় না পড়ে তার জন্যই এই সিদ্ধান্ত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উচ্চশিক্ষা দফতরকে সেই মর্মে নির্দেশও দিয়েছেন। মঙ্গলবার বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে ডেবরার বিধায়ক হুমায়ুন কবীরের কেন্দ্রের নতুন শিক্ষানীতি সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, সরকার কেন্দ্রের নতুন শিক্ষানীতি গ্রহণ করেনি। মুখ্যমন্ত্রীর পরামর্শ অনুযায়ী আমরা পঠনপাঠন ঠিক করেছি। অনেক চিন্তা-ভাবনা করে এবছর থেকে চার বছরের ডিগ্রি কোর্স চালু করা হয়েছে। এই কোর্স চালু না করলে আমাদের ছাত্রছাত্রীরা সর্বভারতীয় স্তরে পিছিয়ে যেত।

Latest article