দিনের কবিতা

মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা।

Must read

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (Poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।

আরও পড়ুন-কেন্দ্রীয় শিক্ষানীতি মানলে রাজ্যের পড়ুয়াদের সর্বনাশ, বিধানসভায় ব্রাত্য

নব প্রজন্ম

নূতন প্রভাতে নূতন সম্ভারে
নব প্রজন্ম জাগবে।
বিফল হবে লজ্জা আঘাত
শিশির কণা হাসবে।।
দুরন্ত যৌবন পবন গর্জে
কদম-কদমে বাড়বে।
শৈলচূড়ায় সাগর বিহঙ্গেরা
কিচির মিচির গাইবে।
মাটির প্রদীপ ধরার ধূলিতে
জ্বালবে প্রগতি শিখা।
ধর্মে-বর্ণে মিলিত শক্তি
আনবে আলোক বর্তিকা৷৷
সাজিয়ে নিজের জীবনতরী
নিজেদের ভবিষ্যৎ গড়বে।
ইচ্ছাশক্তি ও পরিশ্রমে
ছাত্র-যৌবন বাঁচবে৷
নিজের জীবন গড়তে হবে
নিজের পায়ে দাঁড়িয়ে।
এসো মিলে সবে শপথ নাও
এসো মিলে সবে শপথ নাও
দুর্বলতাকে দাও হারিয়ে।

Latest article