এবার সরাসরি কলকাতা-ঢাকা বাস, চালু হচ্ছে শীঘ্রই

Must read

এপার বাংলা এবং ওপার বাংলার মানুষদের জন্য অত্যন্ত আনন্দের খবর! কলকাতা-ঢাকা যাত্রীদের ভোগান্তি কমাতে বসিরহাট-ঘোজাডাঙা সীমান্ত দিয়ে খুব শীঘ্রই সরাসরি কলকাতা-ঢাকা বাস পরিষেবা (Kolkata-Dhaka Bus service) চালু হতে চলেছে। বুধবার তারই মহড়া হল বসিরহাট (Basirhat) ঘোজাডাঙা সীমান্তে।

ঢাকা (Kolkata-Dhaka Bus service) থেকে একটি বাস সরাসরি যাত্রীদের নিয়ে আসে বাংলাদেশের ভোমরা বর্ডারে। ঘোজাডাঙা হয়ে সরাসরি তাঁদের নিয়ে যাওয়া হয় কলকাতায়। ঠিক একই ভাবে কলকাতা থেকেও একটি বাসে করে যাত্রীদের ঘোজাডাঙায় নিয়ে এসে সেখান থেকে বাংলাদেশে ভোমরা সীমান্ত দিয়ে ঢাকাগামী বাসে তুলে দেওয়া হয় যাত্রীদের। তবে ঠিক কবে থেকে এই পরিষেবা শুরু হবে তা জানান হয়নি।

আরও পড়ুন- সাংসদ নুসরতের বিরুদ্ধে অভিযোগ ওড়ালেন মুখ্যমন্ত্রী

ঘোজাডাঙা স্থল বন্দর দিয়ে দু’দেশের মানুষের যাতায়াত বহু দিনের। তবে পরিবহন ব্যবস্থা সেই তুলনায় অত্যন্ত কম। তাই এবার সরাসরি বাস পরিষেবা চালু হলে দু’দেশের যাত্রীদের ভোগান্তি কমবে বলেই মনে করা হচ্ছে। একইসঙ্গে ঘণ্টা দুয়েক সময় কম লাগবে।

Latest article