সাংসদ নুসরতের বিরুদ্ধে অভিযোগ ওড়ালেন মুখ্যমন্ত্রী

Must read

কোনও আর্থিক দুর্নীতির সঙ্গে তিনি জড়িত নয়, বুধবার সাংবাদিক বৈঠকে তথ্য-প্রমাণ পেশ করে তা জানিয়ে দিলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ নুসরত জাহান (MP Nusrat Jahan)। ফ্ল্যাট দুর্নীতি সংক্রান্ত সমস্ত অভিযোগ উড়িয়ে নুসরতের পাল্টা চ্যালেঞ্জ, যদি আমার বিরুদ্ধে কোনও অভিযোগ প্রমাণ করতে পারেন তাহলে যা বলবেন আমি তাই করব। এই অভিযোগ ওঠার পরই এদিন সাংবাদিক বৈঠকে নুসরতের পাশে দাঁড়িয়ে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) বলেন, বিষয়টি না জেনে আমি কিছু বলবো না। তবে, কিছু প্রমাণ হওয়ার আগেই অভিযুক্ত হিসেবে কেন কাউকে চিহ্নিত করা হবে? কেউ কারও বিরুদ্ধে অভিযোগ করতেই পারে। কিন্তু প্রমাণ হওয়ার আগেই মিডিয়া ট্রায়াল করা হচ্ছে। অভিযোগের সত্যতা থাকলে আইন আইনের পথে চলবে। মুখ্যমন্ত্রী আরও বলেন, নুসরত যদি ডিরেক্টর হয়েও থাকে তো কী হয়েছে? এমন তো অনেকেই ডিরেক্টর আছেন। বিজেপির একজন সাংসদের বিরুদ্ধে বারবার অভিযোগ করা সত্ত্বেও ইডি কোনও ব্যবস্থা নিচ্ছে না। যাঁরা চিটফান্ডের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন, একজন চিটফান্ড মালিকের সঙ্গে বিদেশেও গিয়েছিলেন, সব তথ্য থাকা সত্ত্বেও তাঁদের কেন ডাকা হয় না, বলেও পাল্টা তোপ দাগেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তিনি কারও নাম করেননি।

আরও পড়ুন- সবে বরাত-করম পুজোতেও ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

Latest article