নয়াদিল্লি, ৩ অগাস্ট : ২০১১ সালে দেশের মাটিতে একদিনের বিশ্বকাপ জিতেছিল মহেন্দ্র সিং ধোনির ভারত। ১২ বছর পর আরও একটা একদিনের বিশ্বকাপের আসর বসছে ভারতে। রোহিত শর্মারা কি পারবেন ধোনিদের কাপ জয়ের পুনরাবৃত্তি করতে!
আরও পড়ুন-পেট্রাপোলে ইমিগ্রেশন ক্লিয়ারেন্সে চালু নয়া অ্যাপ
ওয়াসিম আক্রম জানাচ্ছেন, কাজটা কঠিন। কারণ দেশের মাটিতে খেলার সময় যে প্রবল প্রত্যাশার চাপ থাকে, তা সামলানো হবে। কিংবদন্তি পাক পেসার বলছেন, এটা ঘটনা যে, ২০১১ সালে দেশের মাটিতে বিশ্বকাপ জিতেছিল ভারত। কিন্তু দর্শকদের সমর্থনের পাশাপাশি প্রত্যাশার চাপও থাকবে রোহিতদের উপর। সেটা উড়িয়ে দিলে চলবে না। সাম্প্রতিক কালে ভারতীয় ক্রিকেট অনেক নতুন মুখ উঠে এসেছে। তবে দেশের মাঠে খেলার অনেক সমস্যাও আছে। যদি এই বিশ্বকাপ পাকিস্তান আয়োজন করত, তাহলে বাবর আজমরাও চাপে থাকত।
আরও পড়ুন-করম পরবে ছুটি খুশি জঙ্গলমহল, মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা
আক্রম আরও বলেন, ভারতীয় দলে মহম্মদ শামির মতো পেসার রয়েছে। যে স্বপ্নের ফর্মে বল করছে। বুমরাকে ফিট হতে হবে। জানি না ওর ফিটনেস কেমন। তবে সুস্থ থাকলে বুমরা একটা বড় ফ্যাক্টর। পাশাপাশি স্পিনার এবং অলরাউন্ডার বিভাগেও ভারত শক্তিশালী। জাদেজা ও অশ্বিনকে একসঙ্গে খেলানো হয় কিনা, সেদিকেও নজর রাখতে হবে। এদিকে, বিশ্বকাপের ভারতের এসে আমেদাবাদে খেলতে হবে পাকিস্তানকে। যা নিয়ে আপত্তি জানিয়েছিল পাক ক্রিকেট বোর্ড। আক্রমের বক্তব্য, আগেও বলেছি, যে মাঠে খেলা হবে তা আমি খেলতে বাধ্য। সেটা আমেদাবাদ, চেন্নাই, কলকাতা বা মুম্বই যেখানেই হোক না কেন। ক্রিকেটারদের এতে কোনও প্রভাব পড়বে না। তাই এসব নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই।