মুখ্যমন্ত্রীর ছোঁয়ায় বল গড়াল ডুরান্ডে

অনুষ্ঠান শেষ হলে অন্যান্য অতিথিদের সঙ্গে মাঠে প্রবেশ করেন মুখ্যমন্ত্রী। দুই দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন তিনি।

Must read

অনির্বাণ দাস: সবুজ ঘাসে মমতার পরশ! ঘড়ির কাঁটায় তখন পৌনে ছ’টা ছুঁইছুঁই। তুমুল হাততালির মধ্যে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে পা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্বোধন হল ১৩২তম ডুরান্ড কাপের। এশিয়ার প্রাচীনতম ফুটবল টুর্নামেন্টের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। ফুটবলে শট মেরে ঐতিহ্যবাহী টুর্নামেন্টের সূচনা করেন তিনি।

আরও পড়ুন-রোহিতরাই চাপে থাকবে, বিশ্বকাপ নিয়ে আক্রম

যুবভারতীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, চিফ আর্মি স্টাফ জেনারেল মনোজ পাণ্ডে, সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের জিওসি লেফটেন্যান্ট জেনারেল রানাপ্রতাপ কলিতা-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। এদিন টুর্নামেন্টের সূচনা করে মুখ্যমন্ত্রী বলেন,‘‘সবার দোয়া ও আশীর্বাদ নিয়ে ১৩২তম ডুরান্ড কাপের সূচনা করলাম। সেনাবাহিনী ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে এই টুর্নামেন্ট হচ্ছে। অংশগ্রহণকারী সব দলকে আমার শুভেচ্ছা জানাই। ইন্ডিয়া ও বাংলাদেশের খেলোয়াড়দের জন্যও শুভকামনা রইল।’’ প্রসঙ্গত, এদিন উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল কলকাতার মোহনবাগান ও বাংলাদেশ সেনাদল।

আরও পড়ুন-পেট্রাপোলে ইমিগ্রেশন ক্লিয়ারেন্সে চালু নয়া অ্যাপ

প্রতিবারই ডুরান্ডের উদ্বোধনী অনুষ্ঠান বেশ জাঁকজমকের সঙ্গে হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। কাঁটায় কাঁটায় পাঁচটায় শুরু হয়েছিল অনুষ্ঠান। আধ ঘণ্টার উপভোগ্য অনুষ্ঠানে সেনাবাহিনীর জওয়ানরা পরিবেশন করলেন নানা ধরনের ড্রিল এবং মার্শাল আর্ট। এছাড়া ছিল ভাংড়া নাচও। অনুষ্ঠান শেষ হল এ আর রহমানের ‘বন্দেমাতরম’ গান দিয়ে। এই গানের সঙ্গে পারফর্ম করেন সেনাবাহিনীর জওয়ানরা। যা মাতিয়ে দেয় স্টেডিয়ামে উপস্থিত ফুটবলপ্রেমীদের। অনুষ্ঠান চলাকালীনই ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে যুবভারতীতে পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তিনিও উপভোগ করেন সেনা জওয়ানদের পারফরম্যান্স।

আরও পড়ুন-করম পরবে ছুটি খুশি জঙ্গলমহল, মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা

অনুষ্ঠান শেষ হলে অন্যান্য অতিথিদের সঙ্গে মাঠে প্রবেশ করেন মুখ্যমন্ত্রী। দুই দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন তিনি। এরপর ফুটবলে শট মেরে টুর্নামেন্টের সূচনা করেন মুখ্যমন্ত্রী। দু’বার শট নেন তিনি। মাঠ ছাড়ার সময় ডুরান্ড কাপকে সঙ্গে নিয়ে ছবিও তোলেন।

Latest article