বেহালাকাণ্ডে কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, মুখ্যসচিবের কাছে রিপোর্ট তলব

রাজ্যপাল সিভি আনন্দ বোস সাড়ে এগারোটার পরে ঘটনাস্থলে যাওয়ার কথা থাকলেও কলকাতা পুলিশ এর তরফে রাজ্যপালকে পরে আসার অনুরোধ করা হয়েছে

Must read

আজ, শুক্রবার মর্মান্তিক দুর্ঘটনা ঘিরে অগ্নিগর্ভ হয়ে উঠল বেহালা (Behala) চত্বর। মাটিবোঝাই এক লরির ধাক্কায় প্রাণ হারাল বড়িশা হাইস্কুলের (Barisha Highschool) প্রাইমারি সেকশনের পড়ুয়া, নাম সৌরনীল সরকার, বয়স ৭। এই দুর্ঘটনায় কড়া পদক্ষেপ বলেন নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। এই বিষয়ে মুখ্যসচিবের কাছে বিস্তারিত রিপোর্ট তলব করলেন মুখ্যমন্ত্রী। নগরপালকে ফোন করে খোঁজ নিয়েছেন মুখ্যসচিব। তাকে এই ঘটনায় কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর ছোঁয়ায় বল গড়াল ডুরান্ডে

ঘাতক লরিচালককে ইতিমধ্যেই কোনা এক্সপ্রেসওয়ের বাবলাতলা থেকে গ্রেফতার করা হয়েছে। বেহালার ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। ঘটনাস্থল পরিদর্শন করে কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল জানান, ‘‌ভবিষ্যতে যাতে এমন ঘটনা যাতে না ঘটে সেদিকে নজর রাখা হবে।’‌ এদিন সেখানে ছিলেন অতিরিক্ত নগরপাল মুরলীধর শর্মা। সেখানে মৃতদেহ আটকে রেখে অনেকক্ষণ চলেছে বিক্ষোভ। উত্তেজিত জনতা সরকারি বাসে ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ-ব়্যাফ নামানো হয়। জয়েন্ট সিপি ট্রাফিক রূপেশ কুমারের মাথায় এই ঘটনায় আঘাত লাগে। মৃত শিশু সৌরনীল সরকারের বাবা সরোজ কুমার সরকার স্থিতিশীল রয়েছেন। এক্সরে হয়েছে, হাতে স্টিচ করা হয়েছে। যদিও এখনো তিনি ট্রমার মধ্যে রয়েছেন তিনি। বাচ্চার বাবার বয়ান রেকর্ড করা হচ্ছে। এসএসকেএম-এ জয়েন্ট সিপি ট্রাফিক রয়েছেন।

আরও পড়ুন-রোহিতরাই চাপে থাকবে, বিশ্বকাপ নিয়ে আক্রম

প্রসঙ্গত, রাজ্যপাল সিভি আনন্দ বোস সাড়ে এগারোটার পরে ঘটনাস্থলে যাওয়ার কথা থাকলেও কলকাতা পুলিশ এর তরফে রাজ্যপালকে পরে আসার অনুরোধ করা হয়েছে।

Latest article