মোদী পদবি মানহানি মামলায় রাহুলের সাজায় স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট

রাহুল গান্ধী সুপ্রিম কোর্টে এর উত্তরে জানান, মামলাকারী পূর্ণেশ মোদী আদতে মোদী পদবির নন। তিনি মোধ বানিকা সমাজের অংশ।

Must read

‘মোদী’ (Modi surname) পদবি মানহানি মামলায় স্বস্তি পেলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। সুরাট আদালতের (Surat Court) সাজার নির্দেশে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme court of India)। ২০১৯ সালে মোদী পদবি নিয়ে এক বিতর্কিত মন্তব্য করে মানহানির মামলায় সাজা হয় রাহুল গান্ধীর। এই বছর গুজরাটের সুরাট আদালত ওই মামলায় রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করে। শুধু তাই নয়, দুই বছরের কারাদণ্ডের সাজা দেয়। সেই সাজায় স্থগিতাদেশ চেয়ে একের পর এক আদালতের দ্বারস্থ হচ্ছিলেন রাহুল। অবশেষে সুপ্রিম কোর্ট স্বস্তির বার্তা দিল।

আরও পড়ুন-বেহালাকাণ্ডে কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, মুখ্যসচিবের কাছে রিপোর্ট তলব

বিচারপতি বিআর গাভাই, বিচারপতি পিএস নরসিমহা ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে এই মামলার শুনানি চলছিল। রাহুল গান্ধীর সাজার শুনানিতে আজ বলা হয়, ‘এই মামলায় রাহুল গান্ধীকে সর্বোচ্চ সাজা দেওয়ার কোনও কারণ ছিল না’। রাহুল গান্ধীর তরফের আইনজীবী অভিষেক মনু সিংভি শীর্ষ আদালতে জানান, ‘মোদী পদবি নিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী যে মন্তব্য করেছিলেন, তা কোনরকম সমাজবিরোধী অপরাধ নয়। এটা কোনও ধর্ষণ বা খুনের অপরাধ নয়। তবে সর্বোচ্চ সাজা কেন দেওয়া হল?’

আরও পড়ুন-রোহিতরাই চাপে থাকবে, বিশ্বকাপ নিয়ে আক্রম

তিন বিচারপতির বেঞ্চের তরফে এই মর্মে বলা হয়, ‘এই সাজায় স্থগিতাদেশের জন্য আরও ব্যাখ্যা প্রয়োজন।’ এর জবাবে রাহুল গান্ধীর আইনজীবী জানান, ‘এই প্রথমবার ৩০ কোটি জনগণকে এক শ্রেণিভুক্ত করা হল, যদিও তারা সকলে ভিন্ন বৈশিষ্ট্যের। মোদীর অধীনে শ্রেণি, বর্ণ ও গোষ্ঠী সম্পূর্ণ আলাদা।’

আরও পড়ুন-বঙ্গগৌরব পাচ্ছেন নাসা-স্বীকৃত বিজ্ঞানী উজ্জ্বল

মামলাকারী পূর্ণেশ মোদীর আইনজীবী মহেশ জেঠমালানি বলেন, ‘মোদী পদবি নিয়ে রাহুল গান্ধী যে মন্তব্য করেছিলেন, তা প্রধানমন্ত্রী মোদী সহ সমস্ত ব্যক্তি যাদের পদবি মোদী, তাদের মানহানি করার উদ্দেশ্য নিয়েই বলেছিলেন। শুধুমাত্র বিদ্বেষ থেকে গোটা একটা শ্রেণিকে অপমান করেছেন।’ রাহুল গান্ধী সুপ্রিম কোর্টে এর উত্তরে জানান, মামলাকারী পূর্ণেশ মোদী আদতে মোদী পদবির নন। তিনি মোধ বানিকা সমাজের অংশ।

আরও পড়ুন-পেট্রাপোলে ইমিগ্রেশন ক্লিয়ারেন্সে চালু নয়া অ্যাপ

উল্লেখ্য, ২০১৯ সালে লোকসভা নির্বাচনের আগে কর্নাটকের কোলারে একটি নির্বাচনী প্রচারে গিয়ে রাহুল গান্ধী বলেছিলেন, ‘সমস্ত চোরেদের পদবিই মোদী হয় কেন? নীরব মোদীকেই দেখুন বা ললিত মোদী কিংবা নরেন্দ্র মোদী…’। এটা শুনেই গুজরাটের বিজেপি বিধায়ক পূর্ণেশ মোদী রাহুল গান্ধীর বিরুদ্ধে অপরাধমূলক মানহানি মামলা দায়ের করেন।

Latest article