প্রতিবেদন : পূর্ব ঘোষণামতোই আবারও বৈঠকে বসতে চলেছে ইন্ডিয়া (INDIA- Mumbai) জোট৷ জানা গিয়েছে, চলতি মাসের ৩১ তারিখ ও ১ সেপ্টেম্বর দু’দিনের টানা বৈঠক চলবে মুম্বইয়ে৷ এটি বিরোধী জোটের তৃতীয় বৈঠক৷ পাটনা, বেঙ্গালুরুর পর মুম্বইয়ে এই ইন্ডিয়া জোটের বৈঠক আরও বেশি পোক্ত, মজবুত ও জমাটবদ্ধ হবে বলে রাজনৈতিক মহলের ধারণা৷ আগামী লোকসভা নির্বাচনের আগে আরও কয়েক দফা বসবে ইন্ডিয়া জোট৷ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছেন, দেশ থেকে বিজেপিকে হঠানোই একমাত্র লক্ষ্য৷ মুম্বই বৈঠকে বিজেপির ইভিএম ট্যাম্পারিং নিয়ে আলোচনা হবে বলে নেত্রী জানিয়েছেন৷ বেঙ্গালুরুতে ২৬টি বিরোধী দল এক জায়গায় হয়েছিল৷ মুম্বই বৈঠকে আরও বিস্তারিত আলোচিত হতে পারে ইন্ডিয়া জোটের আন্দোলনের রূপরেখা৷ একইসঙ্গে আলোচনা হওয়ার সম্ভাবনা আসন বিন্যাসের প্রাথমিক খসড়া নিয়েও৷ মণিপুর ইস্যুকে সামনে রেখে বাদল অধিবেশনে সংসদের ভেতরে ও বাইরে প্রতিবাদ ও আন্দোলনের জমাটবদ্ধতা দেখা গিয়েছে ইন্ডিয়া জোটের (INDIA- Mumbai) নেতৃত্বের মধ্যে৷ এই পারস্পরিক সমঝোতা ও সমন্বয় আগামী দিনে আরও জোরালো হবে৷ জাতীয় স্তরে বিভিন্ন ভোটমুখী সমীক্ষাতেও ইন্ডিয়া জোটের পোক্ত ছবি ধরা পড়ছে৷ আর এইসব দেখেশুনে থরহরিকম্পমান বিজেপি এখন ভুলে যাওয়া এনডিএ শরিকদের কাছে টানতে হাতে পায়ে ধরছে৷
আরও পড়ুন- আজ ব্লকে ব্লকে ধরনা