আজ ব্লকে ব্লকে ধরনা

রাজনীতিতে হেরে গিয়ে বাংলার বিরুদ্ধে কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদ

Must read

প্রতিবেদন : আগামী অক্টোবরে রাজধানীতে বাংলার বকেয়া আদায়ে বৃহত্তর আন্দোলনে যাচ্ছে দল। তার আগে রাজ্যে কেন্দ্রীয় বঞ্চনা ও রাজনৈতিক প্রতিহিংসার প্রতিবাদ-কর্মসূচিতে নামছে তৃণমূল কংগ্রেস (TMC)। দলীয় নির্দেশ মেনে আজ রবিবার বেলা ১২টা থেকে বিকেল ৪টে পর্যন্ত চলবে প্রতিবাদ-কর্মসূচি (TMC)। কলকাতা ও শহরতলির পুরসভা এলাকার ওয়ার্ডে হবে মিটিং-মিছিল-ধরনা। জেলার প্রতিটি ব্লকে হবে ধরনা-কর্মসূচি বাংলার ন্যায্য পাওনা গায়ের জোরে আটকে রেখেছে। রাজনৈতিক প্রতিহিংসার কারণে বাংলার মানুষের পাওনা বিজেপি সরকার আটকে রেখেছে তা সাধারণ মানুষকে বোঝাতে সক্ষম হয়েছে। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সদ্যসমাপ্ত পঞ্চায়েত নির্বাচনের আগে দু’মাস ধরে নবজোয়ার কর্মসূচি নিয়ে বাংলার প্রতিটি ব্লকে ঘুরে বেড়িয়েছেন। সেইসময় প্রত্যেকটি জমায়েতে-জনসভায় অভিষেক বলেছেন কীভাবে বিজেপি সরকার বাংলার টাকা আটকে রেখেছে। যা কাজে লেগেছে। এবার আরও বড় আকারে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে দল। দিল্লিতে আন্দোলনের ঝাঁজ বাড়াতে রাজ্য থেকে কয়েক লক্ষ মানুষ হাজির থাকবেন রাজধানীর বুকে। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে এই ধরনা কর্মসূচির নেতৃত্ব দেবেন। প্রয়োজনে থাকবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

আরও পড়ুন-সমস্যা যখন বয়ঃসন্ধির চৌকাঠে

একইসঙ্গে কেন্দ্রের এজেন্সির রাজনীতির বিরুদ্ধে প্রথম থেকেই সরব নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ শুধুমাত্র বেছে বেছে বিরোধীদের বিরুদ্ধে ইডি, সিবিআইকে লাগিয়ে দেওয়া হচ্ছে৷ নেতা–নেত্রীদের সম্মানহানি করা হচ্ছে৷ সেইসঙ্গে চলছে মিডিয়া ট্রায়াল৷ সবমিলিয়ে বিজেপি এমন একটা দমবন্ধকর পরিস্থিতি দেশে তৈরি করেছে যেখানে সুস্থ রাজনীতিরও জায়গা নেই৷ কেউ প্রতিবাদ করলে তাঁর বাড়িতে এজেন্সি ঢুকিয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে প্রকাশ্যেই৷ তবুও এসবের মধ্যেই বাংলার মানুষের হক আদায়ের লড়াই চালিয়ে যাচ্ছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Latest article