মোদির সাধের বন্দে ভারত এক্সপ্রেস আক্রান্ত হল যোগীরাজ্যে। আবার এই ট্রেনে পাথর ছোঁড়ার ঘটানা ঘটল বিজেপি রাজ্যে। উত্তরপ্রদেশের বারাবাঁকিতে গোরক্ষপুর থেকে লখনউগামী বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়া হয় বলে অভিযোগ। এই ঘটনার জেরে ট্রেনটির একটি বগির কাঁচে ফাটল ধরে। ঘটনার পরে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে বন্দে ভারত ট্রেনটি।
আরও পড়ুন-পড়ুয়া ও শিক্ষকদের সঙ্গে নিয়ে সচেতনতা প্রচার হাওড়া ব্রিজের ট্রাফিক গার্ডের ওসির
তারপর গন্তব্যের উদ্দেশে রওনা দেয়। রবিবার যখন ভার্চুয়াল মাধ্যমে ‘অমৃত ভারত স্টেশন’ প্রকল্পের উদ্বোধন করছিলেন প্রধানমন্ত্রী, সেই সময়েই খোদ বিজেপি রাজ্য উত্তরপ্রদেশে পাথর ছোঁড়ার ঘটনাটি ঘটায় অস্বস্তিতে পড়তে হয় রেল কর্তৃপক্ষকে। বারাবাঁকির রেল পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। প্রসঙ্গত, বন্দে ভারত এক্সপ্রেসকে লক্ষ্য করে পাথর ছোঁড়ার অভিযোগ নতুন নয়। একাধিকবার এই ট্রেনকে নিয়ে নানা বিপত্তির খবর এসেছে।
আরও পড়ুন-উপলক্ষ্য আদিবাসী দিবস, ঝাড়গ্রাম যাচ্ছেন মুখ্যমন্ত্রী
তবে প্রধানমন্ত্রীর রেল সংক্রান্ত অনুষ্ঠান চলাকালীন তাঁরই স্বপ্নের বন্দে ভারত খোদ বিজেপি শাসিত যোগীরাজ্যে আক্রান্ত হওয়ায় ঘটনায় অন্য রং লেগেছে। স্বাভাবিকভাবেই অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির। বার বার এই সেমিস্পিড ট্রেনকে লক্ষ্য করে পাথর ছোঁড়ার অভিযোগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে রেলের। ইতিমধ্যেই এই পাথরকাণ্ডের জেরে বন্দে ভারতে প্রায় ৫৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে রেলের তরফে জানা গিয়েছে।