উপলক্ষ্য আদিবাসী দিবস, ঝাড়গ্রাম যাচ্ছেন মুখ্যমন্ত্রী

Must read

বুধবার ৯ অগাস্ট বিশ্ব আদিবাসী দিবস। ওইদিন ঝাড়গ্রাম স্টেডিয়ামে সরকারি উদ্যোগে পালিত হবে বিশ্ব আদিবাসী দিবস। সেই অনুষ্ঠানে যোগ দিতে মঙ্গলবার ঝাড়গ্রাম (Jhargram) পৌঁছবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)।

২০১১ সালে মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই রাজ্যের আদিবাসীদের উন্নয়নে বিশেষ উদ্যোগ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। তাঁর উদ্যোগেই রাজ্যে অলচিকিতে পঠন-পাঠন ও সাঁওতালি বিশ্ববিদ্যালয় গড়ে উঠছে। বিশ্ব আদিবাসী দিবস পালনের উদ্যোগ নিয়েছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো। সেই মতো ঝাড়গ্রামে অনুষ্ঠান হবে। ঝাড়গ্রামের জেলাশাসক সুনীল আগরওয়াল জানান, অনুষ্ঠান মঞ্চ থেকে লোধা-শবরদের জন্য সরকারি পরিষেবা প্রদান করতে পারেন মুখ্যমন্ত্রী। এছাড়া বেশ কিছু প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসও করবেন তিনি।

আরও পড়ুন: ব্যর্থতা ঢাকতে মিথ্যে গল্প ফাঁদছে ইডি, ক্ষোভ প্রকাশ অভিষেকের

আদিবাসী দিবসের অনুষ্ঠানের মঞ্চ থেকেই কৃষি, পঞ্চায়েত, খাদ্য প্রক্রিয়াকরণ, উদ্যানপালন এবং প্রাণীসম্পদ উন্নয়ন দফতরের বিভিন্ন প্রকল্পের সুবিধা তুলে কয়েক হাজার মানুষের হাতে তুলে দেওয়া হবে। আনন্দধারা প্রকল্পের অধীন মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের ব্যাঙ্ক ঋণের চেকও প্রদান করা হবে।

Latest article