রাজ্যসভার (Rajyasabha) অধ্যক্ষ তথা উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড় (Jagdeep Dhankar) ডেরেক ও’ব্রায়েনের (Derek O Brian) সাসপেনশনের সিদ্ধান্ত প্রত্যাহার করলেন। আজ সোমবার রাজ্যসভার কাজ শুরু হওয়ার পরেই তৃণমূল সাংসদ জগদীপ ধনখড়ের সঙ্গে বচসায় জড়িয়েছিলেন । সংসদে অনুপযুক্ত আচরণ, অশান্তি-বিক্ষোভ, সংসদের কাজে ব্যাঘাত ঘটানোর জন্য বাদল অধিবেশনের বাকি সময়ের জন্য ডেরেক ও’ব্রায়েনকে সাসপেন্ড করা হয়েছিল। এদিন ১২.৪৫ পর্যন্ত সভা মুলতবি করে দেওয়া হয়েছিল।
আরও পড়ুন-দ্রুততার সঙ্গে বিপন্ন নদীবাঁধ-মেরামতি শুরু হল
কিন্তু রাজ্যসভার কাজ আবার শুরু হতেই অধ্যক্ষ জগদীপ ধনখড় ডেরেক ও’ব্রায়েনের সাসপেনশন প্রত্যাহার করে নেন। এদিন অধিবেশনে যোগ দিয়েই আবার আক্রমণাত্মক হয়ে ওঠেন তৃণমূল সাংসদকে। রাজ্যসভার নেতা পীযূষ গোয়েল এই বিষয়ে জানান রাজ্যসভায় ক্ষমা চাইতে হবে ডেরেককে। তবে, ডেরেক এদিন ক্ষমা চাননি।
আরও পড়ুন-অসহায় পরিবারের পাশে দাঁড়াল আইএনটিটিইউসি
প্রসঙ্গত, সোমবার রাজ্য়সভার চেয়ারম্যানের সঙ্গে তৃণমূল সাংসদের বাদানুবাদ হয় । দিল্লি অধ্যাদেশ বিল নিয়ে আলোচনায় ডেরেক ও’ব্রায়েন কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করলে জগদীপ ধনখড় ডেরেক ও ব্রায়েনের বিরুদ্ধে নাটক করার অভিযোগ করেন। এই নিয়ে জগদীপ ধনখড় বলেন, ‘এটা আপনার অভ্যাসে তৈরি হয়েছে। পরিকল্পনামাফিকই আপনি এই কাজ করছেন। আপনি ভাবছেন, এভাবে বাইরে জনপ্রিয়তা পাবেন, সেই কারণে আপনি সংসদে তাণ্ডব করছেন, কাজকর্ম বিঘ্নিত করছেন। বসুন আপনি।’