অসহায় পরিবারের পাশে দাঁড়াল আইএনটিটিইউসি

বাড়িতে রয়েছে অসুস্থ বাবা, মা ও এক দিদি। বাবা সেলিব্রাল অ্যাটাকে শয্যাসায়ী। সংসারের দায় নিজের ঘাড়েই তুলে নিয়েছে ওই ছাত্রী

Must read

সুমন তালুকদার, বনগাঁ: বাবা শয্যাশায়ী। টোটো চালিয়ে সংসার চালায় নবম শ্রেণির ছাত্রী। উত্তর ২৪ পরগণা জেলার গাইঘাটার চাঁদপাড়ার অসহায় পরিবারের পাশে দাঁড়াল আইএনটিটিইউসি। চাঁদপাড়ার বাসিন্দা গায়ত্রী হালদা। নবম শ্রেণির ছাত্রী। বাড়িতে রয়েছে অসুস্থ বাবা, মা ও এক দিদি। বাবা সেলিব্রাল অ্যাটাকে শয্যাসায়ী। সংসারের দায় নিজের ঘাড়েই তুলে নিয়েছে ওই ছাত্রী। বাবার টোটো চালিয়েই রোজগার। সঙ্গে লেখাপড়া।

আরও পড়ুন-কাপযুদ্ধে রোহিতের ভরসা সমর্থকরাই

সোমবার সকালে বনগাঁ সাংগঠনিক জেলা আইএনটিটিইউসির কার্যালয়ে ওই ছাত্রীর বাবার চিকিৎসার জন্য ৫০০০ টাকা আর্থিক সহায়তা ও ছাত্রীকে পড়াশোনার সামগ্রী তুলে দিলেন বনগাঁ সাংগঠনিক জেলা আইএনটিটিইউসির সভাপতি নারায়ণ ঘোষ। ছিলেন জেলা আইএনটিটিইউসির নেতৃত্ব নিত্যগোপাল দাস, রবিউল ইসলাম, ভবেশ দত্ত, কিশোর বিশ্বাস-সহ জেলা ও শহর আইএনটিটিইউসির নেতৃত্ব। ছাত্রীটির হাতে সাহায্য তুলে দিতে দিতেই নারায়ণবাবু বলেন, রাজ্যের মানুষের ভরসা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন-আতশবাজি বিক্রেতাদের স্বার্থরক্ষায় পদক্ষেপ রাজ্যের

শুধু প্রকল্প নয় বা সরকারি সহায়তা নয়, অসহায় মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে তিনি নিজেও পৌঁছে গিয়েছেন। আমরা তাঁর পথ অনুসরণ করেই চলি। তাই মানুষের পাশে থাকাই আমাদের কর্তব্য। সাহায্য পেয়ে খুশি ওই ছাত্রীও। গায়ত্রী বলে, দাদারা বলেছেন আমার পাশে আছেন। সাহায্যও পেয়েছি। এবার মন দিয়ে লেখাপড়াও করতে পারব।

Latest article