স্বনির্ভর গোষ্ঠীর তৈরি পোশাক এবার স্কুলে-স্কুলে

এই উপলক্ষে তাঁরা হাওড়ার ৪৭ নম্বর ওয়ার্ডে ধাসড়া এলাকায় গিয়ে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের কাজ কতটা এগিয়েছে তা ঘুরে দেখেন।

Must read

সংবাদদাতা, হাওড়া : চলতি অগাস্ট মাসেই হাওড়ার পড়ুয়াদের মোট ১ লক্ষ ৩১ হাজর স্কুল ড্রেস বিতরণ করা হবে। এই স্কুল ড্রেসগুলির তৈরি করছেন হাওড়া কর্পোরেশনের অধীনস্থ স্বনির্ভর গোষ্ঠীর মহিলা সদস্যরা। কাজের অগ্রগতি খতিয়ে দেখলেন হাওড়া পুরনিগমের ভাইস চেয়ারম্যান সৈকত চৌধুরী-সহ পুর আধিকারিকরা।

আরও পড়ুন-অসহায় পরিবারের পাশে দাঁড়াল আইএনটিটিইউসি

এই উপলক্ষে তাঁরা হাওড়ার ৪৭ নম্বর ওয়ার্ডে ধাসড়া এলাকায় গিয়ে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের কাজ কতটা এগিয়েছে তা ঘুরে দেখেন। সৈকত চৌধুরী জানান, এবার হাওড়ার সরকারি স্কুলের ছাত্রছাত্রীদের মোট ১ লাখ ৩১ হাজার স্কুলড্রেস দেওয়া হবে। প্রত্যেক পড়ুয়া ২ সেট করে পোশাক পাবে। যার পুরোটাই তৈরি করছেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলা সদস্যরা। প্রথম সেটের কাজ সম্পূর্ণ শেষ হয়ে গিয়েছে। দ্বিতীয় সেট তৈরিও প্রায় ৮০ শতাংশ সেট। সরকারি নির্দেশ এসে গেলেই আমরা এই অগাস্ট মাস থেকে ছাত্রছাত্রীদের পোশাক বিতরণ শুরু করে দেব। তিনি জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে স্বনির্ভর গোষ্ঠী এই কাজ করে চলেছে।

Latest article