প্রতিবেদন : পাঁচদিনের অবসর ভেঙে আবার ক্রিকেটে ফিরছেন মনোজ তিওয়ারি (Manoj Tiwary)। মঙ্গলবার সন্ধ্যায় সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় ও সচিব নরেশ ওঝার পাশে বসে এই সিদ্ধান্তের কথা জানালেন তিনি।
পাঁচদিন আগে সমাজমাধ্যমে মনোজ নিজের অবসরের কথা ঘোষণা করেছিলেন। কিন্তু তিনি যে এমন কঠিন সিদ্ধান্ত নিতে চলেছেন তা জানত না সিএবি। জানা ছিল না সতীর্থ ক্রিকেটার বা কোচেদেরও। ৩৭ বছরের মনোজ গত মরশুমে বাংলার রঞ্জি অধিনায়ক ছিলেন। নক আউটে অনেক রান করেছেন। তবে বাংলার এবারের প্রাক মরশুম ট্রেনিংয়ে তিনি অংশ নেননি।
আরও পড়ুন- বিশ্ব অ্যাথলেটিক্সে নেতৃত্ব দেবেন নীরজ
মঙ্গলবার সিএবিতে সাংবাদিকদের মনোজ (Manoj Tiwary) বলেছেন, আবেগের বশবর্তী হয়ে হঠাৎ তিনি অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন। এটা এক মুহূর্তের সিদ্ধান্ত। কারও সঙ্গে আলোচনা করেননি। এমনকী তাঁর স্ত্রীও জানতেন না। পরে জেনে তাঁকে বকুনি দিয়েছেন। সিএবি সভাপতি স্নেহাশিস অতঃপর মনোজের সঙ্গে যোগাযোগ করেন। তিনি তাঁর সঙ্গে কথা বলতে চান। এরপর স্নেহাশিস মনোজকে বোঝান, বাংলার হয়ে এতদিন খেলার পর এভাবে সবার অজান্তে সমাজমাধ্যমে অবসর নেওয়া তাঁকে মানায় না।
মনোজ এদিন বলেছেন, তিনি আর এক বছর লাল বলের ক্রিকেট খেলবেন। অর্থাৎ এটাই রঞ্জিতে তাঁর শেষ বছর। আগে মনোজ বলেছিলেন, বাংলাকে রঞ্জি ট্রফি দেওয়া তাঁর প্রধান লক্ষ্য। এখনও সেটাই বলছেন। আর স্নেহাশিস জানাচ্ছেন, মনোজের মতো ক্রিকেটারের মাঠ থেকেই অবসর নেওয়া উচিত। তিনি সেটাই তাঁকে বুঝিয়েছেন।