বিশ্ব অ্যাথলেটিক্সে নেতৃত্ব দেবেন নীরজ

Must read

নয়াদিল্লি: আসন্ন বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে (World Athletics Championships 2023) ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন টোকিও অলিম্পিকে জ্যাভলিনে সোনাজয়ী নীরজ চোপড়া (Neeraj Chopra)। হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে ১৯ অগাস্ট থেকে শুরু হচ্ছে এই টুর্নামেন্ট। চলবে ২৭ অগাস্ট পর্যন্ত। মঙ্গলবার ২৮ জনের ভারতীয় দল জানিয়ে দেওয়া হয়েছে।
চোটের জন্য এই টুর্নামেন্ট থেকে সরে দাঁড়িয়েছেন শট পাটে এশীয় রেকর্ডের মালিক তাজিন্দারপাল সিং তুর। হাইজাম্পে জাতীয় রেকর্ড গড়া তেজস্বীন শঙ্কর, ৮০০ মিটার রানার কে এম চন্দ এবং ২০ কিলোমিটার হাঁটার প্রিয়াঙ্কা গোস্বামীও এশিয়ান গেমসের প্রস্তুতির জন্য বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ থেকে নাম তুলে নিয়েছেন। ঘোষিত দলে নীরজ ছাড়া উল্লেখযোগ্য নাম হাইজাম্পার মুরলী শ্রীশঙ্কর। স্টিপলচেজার অবিনাশ সাবলে, ট্রিপল জাম্পার এলডোসে পল প্রমুখ।
তবে সবার চোখ থাকবে নীরজের (Neeraj Chopra) দিকে। অলিম্পিক ও ডায়মন্ড লিগে প্রথম ভারতীয় অ্যাথলিট হিসেবে সোনা জিতেছেন। তবে গত বছর ইউজেনে আয়োজিত বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে রুপো পেয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল নীরজকে। এবার বুদাপেস্টে অধরা সোনা জয়ের লক্ষ্য নিয়েই যাচ্ছেন নীরজ।

আরও পড়ুন-মণিপুরের অগ্নিগর্ভ পরিস্থিতিতেও বিদেশ সফরে ব্যস্ত মোদি, সংসদে সৌগত রায়

Latest article