সংবাদদাতা, হাওড়া : ২২ শ্রাবণ (Rabindranath Tagore death anniversary) উপলক্ষে অভিনব অনুষ্ঠান গঙ্গাবক্ষে। বেলুড়ের কুঠিঘাট থেকে কলকাতার নিমতলা মহাশ্মশান পর্যন্ত গঙ্গাবক্ষে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হল বিশ্বকবিকে। মঙ্গলবার সকালে বেলুড়ের কুঠিঘাটে লঞ্চে রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা করেন সমবায়মন্ত্রী অরূপ রায়। গানও গাইলেন তিনি। উপস্থিত ছিলেন বিধায়ক ডাঃ রানা চট্টোপাধ্যায়, প্রাক্তন কাউন্সিলর প্রবীর রায়চৌধুরী এবং মূল উদ্যোক্তা প্রাক্তন পুরপিতা পল্টু বণিক। এলাকার সংস্কৃতিপ্রেমী মানুষও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন এই অভিনব অনুষ্ঠানে। অনুষ্ঠান চলতে চলতেই লঞ্চ পৌঁছে যায় আহিরীটোলা ঘাটে। নিমতলা মহাশ্মশানে কবিগুরুর (Rabindranath Tagore death anniversary) সমাধিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করা হয়।
সমবায়মন্ত্রী অরূপ রায় বললেন, ‘‘কবিগুরু আজও আমাদের মধ্যে একইভাবে জীবিত রয়েছেন। তাঁর সৃষ্টি সারা বিশ্বে এখনও সমান জনপ্রিয়। সেজন্যই তিনি কবিগুরু।’’ এবার ফেরার পালা। সমবেতকণ্ঠে রবীন্দ্রসঙ্গীত এবং আবৃত্তিতে মুখরিত হয়ে উঠল গঙ্গাবক্ষ। কচিকাঁচাদের সঙ্গে কবিপ্রণামে গলা মেলালেন উদ্যোক্তারাও।
আরও পড়ুন- অমর্ত্য সেনকে উচ্ছেদের নোটিশে নিম্ন আদালতেও স্থগিতাদেশ