শতাব্দীপ্রাচীন ৯২১২ স্কুল চিহ্নিত করল রাজ্য, সংস্কারে বিশেষ অনুদান

Must read

প্রতিবেদন : রাজ্য সরকার বিভিন্ন জেলার প্রাচীন ও ঐতিহ্যবাহী স্কুলগুলোকে বিশেষ অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যেই রাজ্যের শিক্ষা দফতর শতবর্ষ প্রাচীন ৯২১২টি (Century-old schools) স্কুলকে চিহ্নিত করে তাদের অনুদান দিয়েছে। যাতে ওই সব স্কুল নিজেদের ভবন সংস্কার, রক্ষণাবেক্ষণ, পরিকাঠামো উন্নয়নের কাজ করতে পারে। এই তালিকায় প্রাথমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক সমস্ত স্তরের স্কুলই রয়েছে। শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে, এই খাতে পূর্ব মেদিনীপুরের সর্বাধিক ১২৮৬টি স্কুল এই অনুদান পেয়েছে। দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ ২৪ পরগনা জেলার ১০৪৫টি স্কুল এই অনুদানপ্রাপ্তির তালিকায় রয়েছে। অনুদানপ্রাপ্তির তালিকায় তৃতীয় স্থানে রয়েছে মুর্শিদাবাদ। ওই জেলার ৮৮০টি প্রাচীন (Century-old schools) স্কুল শিক্ষা দফতরের কাছ থেকে অনুদান পেয়েছে। কলকাতা ও জেলার শতাব্দীপ্রাচীন স্কুলকে বিশেষ অনুদান দিতে তাদের তালিকা তৈরির কাজ শেষ হয়েছে বলে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Education Minister Bratya Basu) বিধানসভায় জানিয়েছিলেন। শিক্ষামন্ত্রী জানান, ইতিমধ্যে দফতর ১০০ বছরের স্কুলের তালিকা তৈরি করেছে। ধাপে ধাপে সমস্ত প্রাচীন ও ঐতিহ্যবাহী স্কুলের তালিকা তৈরি হবে। এরা প্রত্যেকেই সরকারি অনুদান পাবে। শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে, জেলা স্কুল ইন্সপেক্টররা সমীক্ষা করে এই জেলা ভিত্তিক তালিকা তৈরি করেছেন। সমীক্ষা রিপোর্টে স্কুল ভবনগুলোর অবস্থা এবং অন্যান্য প্রয়োজনের কথাও উল্লেখ করা হয়। তার ভিত্তিতেই এই অনুদান দেওয়া হয়েছে। স্কুল ভবনের সংস্কার, পানীয় জল, শৌচাগার তৈরি, আধুনিকীকরণ বড়সড় বা ছোটখাটো মেরামতির জন্য এই অনুদানের টাকা খরচ করা যাবে বলে জানানো হয়েছে। এই খাতে সর্বাধিক ২৮ লক্ষ টাকা দেওয়া হয়েছে স্কুল ভবন মেরামতির জন্য।

আরও পড়ুন- অমর্ত্য সেনকে উচ্ছেদের নোটিশে নিম্ন আদালতেও স্থগিতাদেশ

Latest article